পঞ্চগড় জেলা

নামঃ পঞ্চগড় জেলায় বেশ কিছু গড় রয়েছে তাদের মাঝে উল্লেখ করার মত গড় হল ভিতরগড়, মিরগড়, রাজনগড়, হোসেনগড়, দেবনগড়। ‘পঞ্চ’ অর্থ পাঁচ, আর ‘গড়’ অর্থ বন বা জঙ্গল। ‘পঞ্চগড়’ নামটি এভাবেই এসেছে।

অবস্থানঃ হিমালয়ের কোল ঘেঁষে বাংলাদেশের সর্বোত্তরের উপজেলা তেঁতুলিয়া। তাই এর অপর নাম হিমালয় কন্যা। বাংলাদেশের সর্বউত্তরের উপজেলা তেঁতুলিয়া এবং সর্ব উত্তরের স্থান বাংলাবান্ধা।

উল্লেখযোগ্য ব্যাক্তিত্বঃ <

  • ভাষা সৈনিক মোহাম্মদ সুলতান
  • মোহাম্মদ জমীরুদ্দিন সরকার-সাবেক স্পিকার ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • সাবেক স্পিকার মির্জা গোলাম হাফিজ (Hafiz’s wife, Dr. Abeda Hafiz, is notable in her own right. In 1962, she became one of the first Bengali women to be granted a Ph.D.)

অর্থকরী ফসলঃ ১৬৩ তম চা(অর্গানিক) বাগান – কাজী এন্ড কাজী টি এস্টেট

খনিজ পদার্থঃ এখানে পাথর উত্তোলন করা হয়। এছাড়া চা; বৈদ্যুতিক পিলার অন্যতম উৎপাদিত পন্য।

দর্শনীয় স্থানঃ

  • রকস মিউজিয়াম ও বার আউলিয়ার মাজার
  • ভিতরগড় ও মহারাজার দিঘী
  • মির্জাপুর শাহী মসজিদ
  • উল্লেখযোগ্যঃ তেঁতুলিয়া উপজেলার ১নং বাংলাবান্ধা ইউনিয়নে অবস্থিত বাংলাদেশ মানচিত্রের সর্বোত্তরের স্থান বাংলাবান্ধা জিরো (০) পয়েন্ট ও বাংলাবান্ধা স্থলবন্দর। এই স্থানে মহানন্দা নদীর তীর ও ভারতের সীমান্ত সংলগ্ন প্রায় ১০ একর জমিতে ১৯৯৭ সালে নির্মিত হয় বাংলাবান্ধা স্থলবন্দর, নেপালের সাথে বাংলাদেশের পণ্য বিনিময়ও সম্পাদিত হয় বাংলাবান্ধা জিরো (০) পয়েন্টে। সম্প্রতি এ বন্দরের মাধ্যমে ভারতের সাথে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। এ ছাড়া নেপাল ও ভুটানের সাথেও এ বন্দরের মাধ্যমে অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় হচ্ছে। এটি বাংলাদেশের একমাত্র স্থলবন্দর যার মাধ্যমে তিনটি দেশের সাথে সুদৃঢ় যোগাযোগ গড়ে উঠার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এখানে খুব শিঘ্রই ভারতের সাথে ইমিগ্রেশন চালু হতে যাচ্ছে। এটি চালু হলে পঞ্চগড় জেলা পর্যটকদের প্রাণকেন্দ্রে পরিণত হবে।

    নদ-নদীঃ পঞ্চগড় জেলায় বেশকিছু নদী রয়েছে। এগুলোর মধ্যে করতোয়া নদী, কুড়ুম নদী, টাঙ্গন নদী, গোবরা নদী, ডাহুক নদী, পাথরাজ নদী, পাঙ্গা নদী, নাগর নদী, চাওয়াই নদী, চাউলি নদী, তালমা নদী এবং মহানন্দা নদী ইত্যাদি অন্যতম

    অন্যান্য তথ্যঃ

    • ৩৬টি ছিটমহল ছিল
    • পঞ্চগড় সদর উপজেলা, তেঁতুলিয়া উপজেলা এবং আটোয়ারী উপজেলা মিলে জাতীয় সংসদের এক নম্বর আসন-পঞ্চগড়-১।
    • পঞ্চগড়ের সীমান্তবর্তী স্থান হল বেড়ুবাড়ী যা ভারতের কাছে ১৯৭৪ সালে হস্তান্তর করা হয় সংবিধানের ৩য় সংশোধনীর মাধ্যমে
    • পঞ্চগড়ের উত্তরে ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলা অবস্থিত

    <- কুড়িগ্রাম
    পটুয়াখালী ->