নেপাল

Nepal
Nepal
বিশ্বের একমাত্র হিন্দু রাষ্ট্র নেপাল। নেপাল নামটির সঠিক উৎপত্তি সম্বন্ধে জানা যায়নি, তবে সবচেয়ে জনপ্রিয় মত অনুসারে নেপাল নামটি দুটি শব্দ ‘নে’ এবং ‘পাল’ থেকে এসেছে যাদের অর্থ যথাক্রমে পবিত্র এবং গুহা। তাহলে নেপাল শব্দের অর্থ দাঁড়াচ্ছে পবিত্র গুহা।

সরকারিভাবে নেপালের নাম The Federal Democratic Republic of Nepal. হিমালয় অধ্যুষিত একটি দক্ষিণ এশীয় দেশ যার সাথে উত্তরে চীন এবং দক্ষিণ, পূর্ব ও পশ্চিমে ভারতের সীমান্ত রয়েছে। বাংলাদেশের সাথে নেপালের কোন সীমান্ত নেই। নেপাল ও বাংলাদেশ সীমান্তের মধ্যবর্তী দূরত্ব ২৭ কিমি।

কাঠমুন্ডু, নেপালের রাজধানী ও বৃহত্তম শহর।

নেপালের দক্ষিণ অংশ গ্রীষ্মমণ্ডলীয় নিম্ন ভূমি যা তরাই সমভূমি নামে পরিচিত। নেপাল এবং চীনের সীমান্ত জুড়ে যে অঞ্চল সেখানে পৃথিবীর সর্বোচ্চ ১০ টি পর্বতের ৮ টিই অবস্থিত। এখানেই পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট অবস্থিত।

Add a Comment