আইনসভা

আইনসভা কাকে বলে?
সরকারের যে বিভাগ আইন প্রণয়ন করে এবং প্রয়োজনবোধে প্রচলিত আইনের পরিবর্তন, পরিবর্ধন,পরিমার্জন,সংশোধন এমনকি বাতিল করে থাকে, সেই বিভাগকেই আইন বিভাগ বলে। আর আইন বিভাগের সদস্যদের নিয়ে গঠিত হয় আইনসভা। আইনসভা হতে পারে এক কক্ষ বিশিষ্ট অথবা দু কক্ষ বিশিষ্ট। দুই কক্ষের এক কক্ষকে নিম্ন কক্ষ অপর কক্ষকে উচ্চকক্ষ বলে। উভয় কক্ষই গঠিত হয় জনগণের নির্বাচিত প্রতিনিধি দ্বারা।

এক কক্ষ বিশিষ্ট আইনসভা কাকে বলে?
আইনসভা যখন একটি মাত্র কক্ষ বা পরিষদ নিয়ে গঠিত হয় তখন তাকে এক কক্ষ বিশিষ্ট আইনসভা বলে। যেমন বাংলাদেশের জাতীয় সংসদ।

দ্বি-কক্ষ বিশিষ্ট আইনসভা কাকে বলে?
আইনসভা যখন দুইটি কক্ষ বা পরিষদ নিয়ে গঠিত হয় তখন তাকে দ্বি-কক্ষ বিশিষ্ট আইনসভা বলে। যেমন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষের নাম সিনেট। নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভস।

আইনসভা গুলোর একটি লিস্ট দেখুন-
এক কক্ষ বিশিষ্ট আইনসভা
দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা

Add a Comment