Shall এর ব্যবহার

আধুনিক ইংলিশে Shall এর ব্যবহার তেমন নেই। আর যেটুকুও ব্যবহার হয় তাকেও হাল আমলের ইংলিশ বলা যায় না- old-fashioned হয়েগেছে।

1. ভবিষ্যৎ সম্পর্কে কোন কিছু বলতে I এবং We এরপরে Shall বসে। যেমন-

This time next week I shall be in Scotland. (পরের সপ্তাহে এই সময়ে আমি স্কটল্যান্ডে থাকব।)
We shan’t be gone long. (আমদেরকে অনেক দূরে যেতে দেওয়া হবে না।)
I said that I should be pleased to help.(আমি বলেছিলাম যে সাহায্য করতে পারলে আমি খুশি হব। )

2. কাউকে কোন কিছু অফার করতে, প্রস্তাব করতে, উপদেশ দিতে বা কারও কাছ থেকে নিজে কোন উপদেশে নেয়ার সময় প্রশ্ন গঠনে Shall ব্যবহার হয়। যেমন-

Shal I arrange a picnic? (আমি কি একটা বনভোজনের আয়োজন করব?)
Shall I send you the book? (আমি কি তোমাকে বইটা পাঠাবো)
What shall we do this weekend? (এ সপ্তাহান্তে আমরা কি কবর?)
Let’s look at it again, shall we?(চল আরেকবার দেখি, দেখব?)

3. আপনি কোন বিষয়ে সংকল্প করলে বা কোন কিছু নিরূপণ করলে , কাউকে কোন নির্দেশনা বা আদেশ দিতে

He is determined that you shall succeed. (সে নির্ণয় বা নিরূপণ করে দেখেছে যে তুমি সফল হবে। )
Candidates shall remain in their seats until all the papers have been collected.(সকল উত্তরপত্র সংগৃহীত হওয়া পর্যন্ত প্রতিযোগীরা আসনে থাকবেন।)

Add a Comment