Shall এবং Will ব্যবহারের পার্থক্য

shall ও will এর মধ্যে পার্থক্য দেখার আগে এই Modal Auxiliary verb দুটির স্বতন্ত্র ব্যবহার দেখা নিলে ভালো করবেন। Will/Shall এর ব্যবহার

Shall ও Will এর পার্থক্য
১. shall ও will এর মধ্যে প্রচলিত পার্থক্য- আধুনিক ইংরেজিতে প্রায় নেই বললেই চলে। আমেরিকান ইংলিশে shall আগেরমত অতটা ব্যবহারও হয় না। তবে ব্রিটিশরা এখনো First Person(I, We) এ সাথে shall ব্যবহার করে। কিন্তু তাও আবার formal and old-fashioned শোনায়। তাই আধুনিক কালের ফ্রান্সরা(Friends) নিচের মত করে বলতেই ভালোবাসে-

I’ll (= I will) be late and‘You’ll (= you will) apologize immediately.’ ‘No I won’t!’

২. তাছাড়া I/We এর সাথের Shall এর ব্যবহারটাও অনেকটা সীমিত- কাউকে কিছু অফার বা সাজেস্ট করতে ব্যবহার হয়। যেমন-

What shall I wear to the party? (পার্টিতে আমি কী পড়ব?)
Shall we order some coffee? (আমরা কী কফির অর্ডার দিবো?)
I’ll drive, shall I? (আমি গাড়ি চালাবো, চালাই?)

Add a Comment