বঙ্গবন্ধুকে প্রদত্ত উপাধি

বিগত সালের BCS Preliminary- তে এখান থেকে প্রশ্ন এসেছে টি।

  1. শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপাধি প্রদান করা হয় ২৩ফেব্রু ১৯৬৯সালে। রেসকোর্স ময়দানে তৎকালীন ডাকসুর ভিপি তোফায়েল আহমেদ এ উপাধী দেন।
  2. ১৯৭১ সালে ৩মার্চ পল্টন ময়দানে “স্বাধীন বাংলা ছাত্রসংগ্রাম পরিষদ” কর্তৃক আয়োজিত সমাবেশে ওনাকে জাতির জনক ও বাংলাদশের সর্বাধিনায়ক ঘোষণা করা হয়। ঘোষণা করেন আ. স. ম. আব্দুর রব।
  3. মুক্তিযুদ্ধের কমান্ডে ওনার উপাধি ছিল “সুপ্রিম কমান্ডার অব দি আর্মড ফোর্সেস”
  4. ৫ এপ্রিল ১৯৭২ সালে মার্কিন সাময়িকী ‘নিউজ উইক‘ ম্যাগাজিন বঙ্গবন্ধুর উপর একটি কভার স্টোরি করে তাঁকে রাজনীতির কবি(Poet of politics) (৩৯তম বিসিএস প্রিলিমিনারি) প্রকাশিত প্রতিবেদনের সাংবাদিক ছিলেন লোবেল জেঙ্কিস।
  5. সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি >> ২৬শে মার্চ ২০০৪ বিবিসির শ্রোতা জরিপে ২০তম সর্বশ্রেষ্ঠ বাঙালির তালিকায় স্থান।
  6. ১৪এপ্রিল ২০০৮ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি হিসেবে প্রকাশ করা হয়।
  7. ২০১০ সালের ১৪ আগস্ট তাঁর হৃত ছাত্রত্ব (ঢাকা বিশ্ববিদ্যালয়) ফিরিয়ে দেয়া হয়।

Add a Comment