পাট শিল্প

  1. BJMC = Bangladesh Jute Mills Corporation. বাংলাদেশের পাটকলগুলো BJMC এর অধীন।
  2. পাটকল আছে ২৬ টি, চালু আছে ২৫ টি, এর মধ্যে ২২টি পাটকল ও ৩টি নন-জুট।
  3. মিলস ফার্নিশিংস লিমিটেড নামের নন-জুট কারখানা ছাড়া বাকি ২৪ প্রতিষ্ঠান লোকসানে।
  4. সব থেকে বেশি পাট উৎপন্ন হয় ফরিদপুর জেলায়। (৪০তম বিসিএস প্রিলিমিনারি)
  5. বাংলাদেশে সর্বপ্রথম পাটকল স্থাপন করা হয় ১৯৫১ সালে, ১০০০টি তাঁতকল নিয়ে নারায়ঙ্গঞ্জের আদমজীনগরে।

২০১৬-১৭ অর্থবছরে বিজেএমসির পাটকলগুলোর (জুট ও নন-জুট) লোকসানের পরিমাণ ছিল ৪৮১ কোটি টাকা। তার আগের বছরে ছিল ৬৫৬ কোটি
২০১৭ সালের শেষের দিকে বিজেএমসি আবার ১ হাজার ৮০০ কোটি চেয়েছে। এর মধ্যে ১ হাজার কোটি টাকা কাঁচা পাট ক্রয় ও তারল্যসংকট মোকাবিলায়। আর ৮০০ কোটি টাকা শ্রমিক কর্মচারী, ও কর্মকর্তাদের বকেয়া গ্রাচুইটি, মহার্ঘ ভাতা ও ভবিষ্য তহবিলের জন্য নগদ ঋণ হিসাবে।

লোকসানের কারন

বেসরকারি জুটমিলের চাইতে অনেক বেশি মজুরি দিতে হয় প্রায় ৪০০ কোটি টাকার মত।
পুরানো যন্ত্রপাতি যা প্রায় ৬০-৭০ বছরের পুরানো
দেশে পাট বীজ উৎপন্ন হয় না ভারত থেকে আসে তা আবার নিম্নমানের বীজ সেগুলো মৌসুম পার হয়েগেলে কৃষকের হাতে পৌঁছায় ।

16-17 অর্থবছরে ২০/২২ লাখ মেট্রিক টন পাট উৎপন্ন হয়েছে।

পেপার ক্লিপিং
পাটশিল্পের সম্ভাবনা

পাট দিয়ে ভিসকস, সাশ্রয় হাজার কোটি টাকা!

পাটকল চালাতে পারছে না সরকার

সরকারি মিলের নাজুক অবস্থা

Add a Comment