রবীন্দ্রনাথ ঠাকুর রচিত পংক্তিমাল

  1. সাত কোটি সন্তানের হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালী করে মানুষ করনি।
  2. সন্ধ্যারাগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা- বলাকা কাব্যের কবিতা। (২৫তম বিসিএস প্রিলিমিনারি)
  3. মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবার চাই- কড়ি ও কোমল।
  4. বিপদে মোরে রক্ষা কর এ নহে মোর প্রার্থনা বিপদে আমি না যেন করি ভয় । আত্মত্রাণ।
  5. শিশুরাজ্যে এই মেয়েটি একটি ছোটখাট বর্গির উপদ্রব বলিলেই হয়- সমাপ্তি গল্প থেকে।
  6. তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি- ‘শেষ লেখা’ কাব্যগ্রন্থের তোমার সৃষ্টির পথ (২৬তম বিসিএস প্রিলিমিনারি)
  7. সংসারেতে ঘটিলে ক্ষতি লভিলে শুধু বঞ্চনা নিজের মনে না যেন মানি ক্ষয় – আত্মত্রান
  8. তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি- রবীন্দ্রনাথের শেষলেখা কাব্যের কবিতা।
  9. দেবতারে যাহা দিতেপারি, দিই তাই প্রিওজনে, প্রিয়জনে যাহা দিতে পাই তাই দেব দেবতারে। রবীন্দ্রনাথ ঠাকুরের বৈষ্ণব কবিতা।
  10. ঠাঁই নাই, ঠাঁই নাই, ছোটো এ তরী, আমারী সোনার ধানে গিয়েছে ভরি। – সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুর।
  11. এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ, মরণে তাহাই তুমি করে গেলে দান।
  12. এক খানি ছোট ক্ষেত আমি একেলা – সোনার তরী (৩৬তম বিসিএস প্রিলিমিনারি)
  13. ওরে নবীন, ওরে আমার কাঁচা, ওরে সবু, ওরে অবুঝ, আধ-মরাদের ঘা মেরে তুই বাঁচা- সবুজের জভিযান।
  14. আজি হতে শত বর্ষে পরে কে তুমি পড়িছ, বসি আমার কবিতা খানি কৌতূহল ভরে, – ১৪০০ সাল ।
  15. আমি এ কথা, এ ব্যথা, সুখব্যাকুলতা কাহার চরণতলে দিব নিছনি। -রবীন্দ্রনাথের এ গানে “নিছনি” পূজা অর্থে ব্যবহার হয়েছে। (৩৭তম বিসিএস প্রিলিমিনারি)

Add a Comment