কাজী নজরুল ইসলাম এর কয়েকটি উল্লেখযোগ্য কবিতা

বিগত সালের BCS Preliminary- তে এখান থেকে প্রশ্ন এসেছে টি।

প্রেমমূলক কবিতাঃ বেদনার অভিমান, মরমী, অকরুণ প্রিয়া, তুমি মোরে ভুলিয়াছ, সাজিয়াছি মৃত্যুর উৎসবে, চিরজনমের প্রিয়া।

শিশুতোষ কবিতাঃ খুকী ও কাঠবিড়ালী, প্রভাতী, লিচুচোর, ঝুমকো লতায় জোনাকী, ঘুম পাড়ানি গান, আমি যদি বাবা হতাম বাবা হত খোকা, মটকু মাইতি বাটকুল রায়।

কবিতা ও কাব্যগ্রন্থ
দারিদ্র – কাব্যগ্রন্থ সিন্ধু হিন্দোল (২৬তম বিসিএস প্রিলিমিনারি)
রণসঙ্গীত (নতুন গান)- কাব্যগ্রন্থ সন্ধ্যা – ১৯২৮ সালে শিখা পত্রিকায়।

বিদ্রোহী – কাব্যগ্রন্থ অগ্নিবীণা; বিদ্রোহী কবিতাটি সাপ্তাহিক বিজলী পত্রিকায় প্রকাশিত হয়। অগ্নিবীণা কাব্যগ্রন্থের এটি দ্বিতীয় কবিতা, প্রথম কবিতা, প্রলয়োল্লাস। (৩১, ১৯তম বিসিএস প্রিলিমিনারি)

কাণ্ডারী হুশিয়ার – কাব্যগ্রন্থ সর্বহারা।
ছাত্রদলের গান – কাব্যগ্রন্থ সর্বহারা।
কুলিমজুর – কাব্যগ্রন্থ সাম্যবাদী।
প্রলয়োল্লাস- কাব্যগ্রন্থ অগ্নিবীণা (৩৮, ১০তম বিসিএস প্রিলিমিনারি)

আরও কিছু উল্লেখযোগ্য কবিতা-

আজ সৃষ্টি সুখের উল্লাসে
মানুষ
অর্ঘ্য
ইন্দ্রপতন
আনন্দময়ীর আগমনে
নারী
প্রলয়শিখা
জাগরণী
মা
ঈশ্বর

Add a Comment