ব্যক্তিগত পত্র

ব্যক্তিগত পত্রের সাধারণভাবে নিচের অংশগুলো থাকে-
১. মঙ্গল সূচক শব্দঃ পত্রের মাঝ বরাবর উপরে লিখতে হয়। ধর্মভেদে এ শব্দ আলাদা আলাদা হতে পারে। যেমন ‘ইয়া রব’ বা ‘ঔঁ’ ইত্যাদি। তবে এ প্রথা এখন তেমন চলে না।

২. স্থান ও তারিখঃ মঙ্গল সূচক শব্দের নিচে ডানদিকে লেখকের ঠিকানা ও তারিখ লিখতে হয়। প্রথমে ঠিকানা ও পরে তারিখ। তারিখ ইংরেজি বা বাংলা দুটোই বা যেকোন একটি লেখা যেতে পারে।

৩. সম্বোধন বা সম্ভাষণঃ মঙ্গল সূচক শব্দের নিচে বামদিকে সম্বোধন লেখা হয়। প্রেরক ও প্রাপকের বয়স ও মর্যাদাভেদে এটি আলাদা আলাদা হয়। সম্বোধন বা সম্ভাষণের নিয়মগুলো দেখুন।

৪. চিঠির বক্তব্য বা বিষয়ঃ এ অংশের চিঠির মূল কথা লেখা হয়। এতে থাকে প্রাক্‌-ভাষণ বা ভূমিকা ও প্রত্রসার ।

৫. লেখকের স্বাক্ষর ও বিদায় সম্ভাষনঃ চিঠির বক্তব্যের নিচে ডান দিকে উপযুক্ত বিদায় সম্ভাষণ জানিয়ে লেখকের স্বাক্ষর করতে হয়।

৬. শিরোনামঃ চিঠির খামের উপরে প্রেরক ও প্রাপকের ঠিকানা লিখতে হয়। প্রেরকের ঠিকানা বাম পাশে ও প্রাপকের ঠিকানা ডান পাশের লিখতে হয়।

নিচে একটি নমুনা দেওয়া হল।

ইয়া রব/ঔঁ

কারওয়ান বাজার, ঢাকা ১২১৫

তারিখঃ ০২/০৪/২০১৮

প্রিয় নাজমুল,

আমার প্রীতি ও শুভেচ্ছা রইল। গতকাল তোমার চিঠি পেয়েছি। তুমি জানতে চেয়েছো আমার পরীক্ষার প্রস্তুতি কেমন হয়েছে। তার জবাবেই এই চিঠি।

পরীক্ষার জন্য আমার প্রস্তুতি খুব ভালো। আমি পাঠ্য বই খুব ভালো করে পরেছি। পাশাপাশি সহায়ক বই ও চর্চা করেছি…

চাচা চাচিকে আমার সালাম জানাবে। ভালো থেকো।

 ইতি

তোমার সুহৃদ

নিজামুল

Private Letter

Add a Comment