21th Preliminary

4. ‘ড্রাই আইস’ (dry ice) হল‒

  • কঠিন অবস্থায় কার্বন ডাই-অক্সাইড
  • কঠিন অবস্থায় সালফার ডাই-অক্সাইড
  • শূন্য ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রার নিচে বরফ
  • হাইড্রোজেন পার-অক্সাইডের কঠিন অবস্থা

Answer

12. এনজিওপ্লাস্টি হচ্ছে-

  • হৃৎপিণ্ডের বদ্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো
  • হৃৎপিণ্ডে নতুন শিরা সংযোজন
  • হৃৎপিণ্ডের মৃত টিস্যু কেটে ফেলে দেয়া
  • হৃৎপিণ্ডের টিস্যুতে নতুন টিস্যু সংযোজন

Answer

53. কম্পিউটার ভাইরাস হলো –

  • এক ধরনের বিশেষ কম্পিউটার প্রোগ্রাম
  • কম্পিউটারের যন্ত্রাংশের কোথাও শর্টসার্কিট
  • কম্পিউটারের যন্ত্রাংশের মধ্যে জমে থাকা ধুলো
  • কম্পিউটারের কোন যন্ত্রাংশ সার্কিটে ঢিলা কানেকশন

Answer

64. ক্রিয়াপদ ‒

  • সবসময়ে বাক্যে থাকবে
  • কখনো কখনো বাক্যে উহ্য থাকতে পারে
  • শুধু অতীতকাল বোঝাতে বাক্যে ব্যবহৃত হয়
  • আসলে বিশেষণ থেকে অভিন্ন

Answer

68. প্রধানমন্ত্রীর নিয়োগের বাইরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতীত কোন কাজ এককভাবে করতে পারেন?

  • প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ
  • প্রধান বিচারপতি নিয়োগ
  • অডিটর জেনারেল নিয়োগ
  • পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান নিয়োগ

Answer

85. কম্পিউটার ভাইরাস হল‒

  • এক ধরণের বিশেষ কম্পিউটার প্রোগ্রাম
  • কম্পিউটারের যন্ত্রাংশের কোথাও শর্টসার্কিট
  • কম্পিউটারের যন্ত্রাংশের মধ্য জমে থাকা ধুলা
  • কম্পিউটারের কোনও যন্ত্রাংশে সার্কিটে ঢিলা কানেকশন

Answer

92. একটি কুকুর একটি খরগোশকে ধরার জন্য তাড়া করে। কুকুর যে সময়ে ৪ বার লাফ দেয় খরগোশ সে সময়ে ৫ বার লাফ দেয়। কিন্তু খরগোশ ৪ লাফে যতদূর যায়, কুকুর ৩ লাফে ততদূর যায়। কুকুর ও খরগোশের গতিবেগের অনুপাত কত?

  • ১৫ ∶ ১৬
  • ২০ ∶ ১২
  • ১৬ ∶ ১৫
  • ১২ ∶ ২০

Answer

93. এক দোকানদার ১১০ টাকা কেজি দামের কিছু চায়ের সঙ্গে ১০০ টাকা কেজি দামের দ্বিগুণ পরিমাণ চা মিশ্রিত করে তা ১২০ টাকা কেজি দামে বিক্রি করে মোট ২,০০০ টাকা লাভ করল। দোকানদার দ্বিতীয় প্রকারের কত কেজি চা ক্রয় করেছিল?

  • ১০০ কেজি
  • ৮০ কেজি
  • ৫০ কেজি
  • ৬০ কেজি

Answer