সাইবার অপরাধ(Cybercrime)

সাইবার অপরাধ বা কম্পিউটার অপরাধ এমন একটি অপরাধ যা কম্পিউটার এবং কম্পিউটার নেটওয়ার্কের। সাথে সম্পর্কিত। কম্পিউটার একটি অপরাধ সংঘটনে ব্যবহৃত হয়ে থাকতে পারে বা এটা নিজেই লক্ষ্য হতে পারে। দেবারতি হালদার ও কে জয়শংকর সাইবার অপরাধকে সংজ্ঞায়িত করেছেন “আধুনিক টেলিযোগাযোগ নেটওয়ার্ক, যেমন ইন্টারনেট (চ্যাট রুম, ইমেল, নোটিশ বোর্ড ও গ্রুপ) এবং মোবাইল ফোন (এসএমএস / এমএমএস) ব্যবহার করে, অপরাধমূলক অভিপ্রায়ে কোন ব্যক্তি বা ব্যক্তিবর্গের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে সম্মানহানি, কিংবা সরাসরি বা পরোক্ষভাবে শারীরিক বা মানসিক ক্ষতি, বা ক্ষতির কারণ হওয়া”।

কিছু সাইবার অপরাধঃ
জালিয়াতি এবং আর্থিক অপরাধ(Fraud and financial crimes): কম্পিউটার জালিয়াতি হলো কম্পিউটার ব্যবহার করে নির্দিষ্ট অভিপ্রায়ে কিছু করা বা করা থেকে বিরত থাকার জন্য কোন বিষয়ের মিথ্যা বর্ণন। জালিয়াতির অন্যান্য ধরণ হতে পারে কম্পিউটার সিস্টেম, ব্যবহার করে ব্যাংক জালিয়াতি, কার্ড জালিয়াতি, পরিচয় প্রতারণা, চাঁদাবাজি, এবং শ্রেণীবদ্ধ তথ্য চুরি ইত্যাদি।

সাইবার সন্ত্রাস(Cyberterrorism) সাইবার সন্ত্রাসী হলো সেই ব্যক্তি যে সরকার বা প্রশাসনকে একটি কম্পিউটার ভিত্তিক আক্রমণ করে তাঁদের রাজনৈতিক বা সামাজিক উদ্দেশ্য জানতে ভয় প্রদর্শন বা বাধ্য করে। যেমন, ইন্টারনেটের একটি সহজ অপপ্রচার, যে ছুটির সময় বোমা হামলা হবে, এটাকে সাইবার সন্ত্রাস হিসেবে বিবেচনা করা যেতে পারে।

সাইবার চাঁদাবাজি(Cyberextortion) সাইবার চাঁদাবাজি তখনই ঘটে যখন একটি ওয়েবসাইট, ই-মেইল সার্ভার, বা কম্পিউটার সিস্টেম ক্ষতিকারক সফটওয়ার প্রোগ্রাম বা ম্যালওয়ার দিয়ে আক্রমণ করে, এই হামলা বন্ধ করার জন্য এবং “সুরক্ষা” প্রদানের প্রস্তাব করার বিনিময়ে অর্থ দাবি করা হয়। সাইবার চাঁদাবাজির একটি উদাহরণ হলো ২০১৪ সালে সনি পিকচার্সের উপর আক্রমণ।

সাইবার যুদ্ধ(Cyberwarfare) আন্তদেশীয় কম্পিউটার বা নেটওয়ার্ককে আক্রমণ করার মাধ্যমে সাইবার যুদ্ধ হয়।

কম্পিউটার ভাইরাসঃ কম্পিউটারে বিভিন্ন ক্ষতিকারক প্রোগ্রাম ছড়ানোর সাইবার অপরাধ সংঘঠিত হয়।

অশ্লীল বা আপত্তিকর বিষয়বস্তু(Obscene or offensive content) অনেকেই অপরের ইচ্ছার বিরুদ্ধে তার/তাদের অশ্লীল বা আপত্তিকর বিষয়বস্তু ইন্টারনেটে প্রকাশ করে সাইবার অপরাধ করে।

হয়রানি(Harassment) বিষয়বস্তু আক্রমণাত্মক হলে নির্দিষ্ট ব্যক্তিকে লক্ষ্য করে তাঁর লিঙ্গ, জাতি, ধর্ম, জাতীয়তা, যৌনতা ইত্যাদি উল্লেখ করে অকথ্য ভাষায় গালিগালাজ এবং অবমাননাকর মন্তব্যের মাধ্যমে হয়রানি সাধিত হতে পারে।
ফিশিং(Phishing) ইন্টারনেটে ফিশিং বলতে প্রতারণার মাধ্যমে কারো কাছ থেকে ব্যক্তিগত তথ্য, যেমন ব্যবহারকারী নাম ও পাসওয়ার্ড, ক্রেডিট কার্ডের তথ্য – ইত্যাদি সংগ্রহ করাকে বোঝানো হয়ে থাকে।

পাইরেসি(piracy): সদ্য প্রকাশিক গান সিনেমা ইত্যাদি ইন্টারনেটে শেয়ার করা।

ইন্টেলেকচুয়াল প্রোপার্টি চুরিঃ অপরের লেখা/ছবি বা অপর কোন কন্টেন্ট চুরি করে নিজের নামে প্রকাশ করা।

ইমেইল স্প্যাম(Email Spam) Junk Mail হিসাবেও পরিচিত, ইলেকট্রনিক স্প্যাম একটি টাইপ যেখানে অযাচিত বার্তা ইমেইল দ্বারা প্রেরণ করা হয়। অনেক ই-মেইল স্প্যাম বার্তা প্রকৃতিতে বাণিজ্যিক কারনে পাঠানো হয় কিন্তু কিছু বার্তা পরিচিত ওয়েবসাইটের ছদ্মবেশেও পাঠানো হয়।

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইন বাংলাদেশ তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইন, ২০০৬ (সংশোধিত ২০১৩)-এর ৫৪ ধারা অনুযায়ী, কম্পিউটার বা কম্পিউটার সিস্টেম ইত্যাদির ক্ষতি, অনিষ্ট সাধন যেমন ই-মেইল পাঠানো, ভাইরাস ছড়ানো, সিস্টেমে অনধিকার প্রবেশ বা সিস্টেমের ক্ষতি করা ইত্যাদি অপরাধ। এর শাস্তি সর্বোচ্চ ১৪ বছর কারাদণ্ড এবং সর্বনিম্ন ৭ বছর কারাদণ্ড বা ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।

উক্ত আইনের ৫৭ ধারা

৫৭৷ (১) কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে ওয়েব সাইটে বা অন্য কোন ইলেক্ট্রনিক বিন্যাসে এমন কিছু প্রকাশ বা সম্প্রচার করেন, যাহা মিথ্যা ও অশ্লীল বা সংশ্লিষ্ট অবস্থা বিবেচনায় কেহ পড়িলে, দেখিলে বা শুনিলে নীতিভ্রষ্ট বা অসৎ হইতে উদ্বুদ্ধ হইতে পারেন অথবা যাহার দ্বারা মানহানি ঘটে, আইন শৃঙ্খলার অবনতি ঘটে বা ঘটার সম্ভাবনা সৃষ্টি হয়, রাষ্ট্র ও ব্যক্তির ভাবমূর্তি ক্ষুণ্ন হয় বা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে বা করিতে পারে বা এ ধরনের তথ্যাদির মাধ্যমে কোন ব্যক্তি বা সংগঠনের বিরুদ্ধে উস্কানী প্রদান করা হয়, তাহা ইহলে তাহার এই কার্য হইবে একটি অপরাধ৷

(২) কোন ব্যক্তি উপ-ধারা (১) এর অধীন অপরাধ করিলে তিনি ১[ অনধিক চৌদ্দ বৎসর এবং অন্যূন সাত বৎসর কারাদণ্ডে] এবং অনধিক এক কোটি টাকা অর্থদণ্ডে দণ্ডিত হইবেন৷

Add a Comment