“ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা” বিষয়টি থেকে দশটি প্রশ্ন আসে। পিএসসি নিচের পাঁচটি টপিক নির্ধারণ করে দিয়েছে। যার প্রতিটি বিষয় থেকে দুটি করে মোট ১০টি প্রশ্ন থাকে। এছারাও অন্যান্য গুরুত্বপূর্ণ টপিকগুলো অন্তর্ভূক্ত করে এই দশ নম্বরের পূর্ণাজ্ঞ প্রস্তুতি নেওয়ার মত করে বিভিন্ন পোস্ট বিন্যস্ত করা হয়েছে।

  1. বাংলাদেশ ও অঞ্চলভিত্তিক ভৌগোলিক অবস্থান, সীমানা, পারিবেশিক, আর্থ-সামাজিক ও ভূ-রাজনৈতিক গুরুত্ব;
  2. অঞ্চলভিত্তিক ভৌত পরিবেশ (ভূ-প্রাকৃতিক), সম্পদের বণ্টন ও গুরুত্ব;
  3. বাংলাদেশের পরিবেশ : প্রকৃতি ও সম্পদ, প্রধান চ্যালেঞ্জসমূহ;
  4. বালাদেশ ও বৈশ্বিক পরিবেশ পরিবর্তন : আবহাওয়া ও জলবায়ু নিয়ামকসমূহের সেক্টর ভিত্তিক (যেমন অভিবাসন, কৃষি, শিল্প, মৎস্য ইত্যাদি) স্থানীয় , আঞ্চলিক ও বৈশ্বিক প্রভাব;
  5. প্রাকৃতিক দুর্যোগ ও ব্যবস্থাপনা: দুর্যোগের ধরন, প্রকৃতি ও ব্যবস্থাপনা।

উপরের সিলেবাসের আলোকে নিচে টপিক অনুসারে আলোচনা করা হল।
মহাকাশ ও মহাবিশ্ব
বাংলাদেশের অবস্থান ও ভূ-প্রকৃতি
অঞ্চলভিত্তিক ভৌগোলিক অবস্থান

অঞ্চলভিত্তিক ভৌত পরিবেশ
প্রাকৃতিক সম্পদ

আবহাওয়া ও জলবায়ু
বায়ু মণ্ডল
জ্বালানি ও খনিজ সম্পদ

শক্তি সম্পদ
মৎস ও পশু সম্পদ

নদ-নদী
বাংলাদেশের পরিবেশঃ প্রধান চ্যালেঞ্জসমূহ

বাংলাদেশ ও বৈশ্বিক পরিবেশ পরিবর্তন
প্রাকৃতিক দুর্যোগ ও ব্যবস্থাপনা

পৃথিবীর ভৌগোলিক তথ্য
বিভিন্ন দেশের ভৌগোলিক উপনাম

বিভিন্ন দেশের পরিবর্তিত নাম
বিভিন্ন দেশের ভাষা

বিভিন্ন দেশের আয়তন
বিভিন্ন দেশের রাজধানী