Letter To Editor

১. প্রতিবেদনে যা যা থাকতে পারে-

ক) সমস্যার বর্ণনা
খ) এর ফলে জনগনের ভোগান্তি বা ক্ষয়ক্ষতি
গ) সম্ভাব্য সমাধান
ঘ) যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ

২. প্যাসেজ এ নেই এমন কিছু বাড়তি তথ্য দেওয়া যেতে পারে।
৩. প্রথম প্যারায় Summery আকারে একটি ভূমিকা থাকতে পারে।
দ্বিতীয় প্যারায় সংশ্লিষ্ঠ/ব্যক্তি বর্গের (ভালো কাজের ক্ষেত্রে) প্রশংসনীয় উদ্যোগের কথা, পরের অনুচ্ছেদগুলোতে বর্ণনা থাকবে
4. জনগণ হিসাবে On behalf of দিয়ে শুরু করা যেতে পারে

প্রথমে সমস্যাগুলোকে এক দুই করে প্রশ্ন পত্রেই দাগিয়ে নিতে হবে। প্রতিবেদনের শুরুতে সেগুলো লিখে নিচের দিকে একে একে সমাধানের উপায় লিখতে হবে।

স্থানীয় জনপ্রতিনিধিগণ(TNO/UNO, DC, Chairman, MP) কোন ব্যবস্থা নিয়েছেন কিনা তা শেষে লিখে – না নিলে সরকার কে নেওয়ার জন্য আবেদন করা যেতে পারে

15 January, 2018

//// দুই লাইন ফাঁকা

Editor
The Daily Star
14/4 Kawran Bazar
Dhaka.

Subject: To publish an article in your esteemed daily.

Dear Sir,
I would be highly pleased if you kindly publish the following article in your reputed daily. I think this article will be capable of giving much information about”——-” to the people of the country. I also believe that the govt. and proper authorities should take quick and necessary steps to solve the problem.

So, I hope you would be kind enough to publish the following article in your widely circulated daily.

Yours Faithfully,
Name
House No/Road No
Gobindhagonj, Gaibandha.

//// দুই লাইন ফাঁকা

Heading of the article

Body of the article.

Your name again
Gobindhagonj, Gaibandha

Add a Comment