Prefixes and Suffixes

কিছু শব্দ(সাধারণত root Word বা মূল শব্দ) এর আগে বা পিছে অন্য কোন শব্দের অংশ অথবা এক বা একাধিক বর্ণ বসে শব্দের অর্থের পরিবর্তন ঘটায়।
যে সকল শব্দ(অথবা বর্ণ বা বর্ণ সমষ্টি) মূল শব্দের আগে বসে এ ঘটনা ঘটায় তারা Prefix. বাংলার উপসর্গের মত।
আর যে সকল শব্দ (অথবা বর্ণ বা বর্ণ সমষ্টি) মূল শব্দের পরে বসে অর্থের পরিবর্তন ঘটায় তারা Suffix. বাংলায় বিভক্তি ও প্রত্যয়ের মত।

যেমন help একটি মূল শব্দ, এর আগে Prefix হিসাবে un এবং পরে suffix হিসাবে ful বলসালে নতুন শব্দ গঠিত হয় unhelpful. অনুরূপভাবে re + paint + ing = repainting.

suffix, prefix বানান মনে রাখার জন্য কার্যকরী। তাছারা এদের দ্যোতিত অর্থ থেকে শব্দের অর্থেরও ধারণা পাওয়া যায়। উদাহরণস্বরূপ-
un- ও dis- prefix দুটি নাবোধক অর্থ দেয় যেমন-
un+wanted= যা চাওয়া হয়নি, অযাচিত।
dis+qualified= যোগ্য নয়।

-ful suffix টির অর্থ, অনেক বা ভর্তি, যেমন hope + ful = অনেক আশা, আশাবাদী।
-less suffix এর অর্থ কিছুই নাই, যেমন hope + less= কোন আশা নাই, নিরাশ।

A list of Prefix
A list of Suffix

One Comment

Add a Comment