And এবং as well as এর মধ্যে পার্থক্য কী?

অনেক সময় আমরা And এবং as well as কে একই অর্থে ব্যবহার করে ভুল করি। এই শব্দ দুটির মধ্যে বেশ কয়েকটি পার্থক্য আছে যেগুলো নিচে আলোচনা করা হল।
গুরুত্ব আরোপে তারতম্যঃ And অর্থ “এবং” And এর আগে পরে যেভাবেই আমরা ব্যবহার করি না কেন, অর্থের কোন পরিবর্তন হয় না। যেমন-

My dog and cat bring me things to throw.
আমার কুকুর এবং বিড়াল, ছুড়ে মারার জন্য বিভিন্ন জিনিস কুড়ে এনে দেয়।
My cat and dog bring me things to throw.
আমার বিড়াল এবং কুকুর, ছুড়ে মারার জন্য বিভিন্ন জিনিস কুড়ে এনে দেয়।

এখানে কুকুর বিড়াল – আগে পিছে যেভাবেই ব্যবহার করি না কেন- ভাবার্থ একই। তাহলো- দুটো প্রাণীই জিনিস কুড়ে এনে দেয়।

কিন্তু as well as এর আগে পরের দুটো শব্দকে একই গুরুত্ব দেয় না। আগেরটাকে একটু বেশি গুরুত্ব দেয়। ব্যাপারটা একটা উদাহরণ দিয়ে ব্যাখ্যা করা যাক। ধরা যাক- এক মহিলা অপর মহিলার কাছে তার ছেলেদের সিগারেট পানের গল্প করতেছে। উল্লেখ্য যে বড় ছেলেটি চেইন স্মোকার, অর্থাৎ একটার পর একটা সিগারেট পান করে। আর ছোট ছেলেটা মাঝে মধ্যে সুযোগ পেলেই সিগারেটে টান দেয়।
সেক্ষেত্রে প্রথম মহিলা বলবেন-
My elder son, as well as my younger son smokes cigarette. এর অর্থটা এভাবে করা যায়-
আমার বড় ছেলেটা, আর ছোটটাও সিগারেট পান করে।
অথবা, শুধু আমার বড় ছেলেই নয়, ছোট টা ও সিগারেট পান করে। Not only… But also এর মত অর্থ।
আরও খোলাসা করে বললে বলা যায়, বড় ছেলেটা একটু বেশি, ছোট টা একটু কম সিগারেট পান করে।

এক বচন ও বহু বচন ঘটিত পার্থক্যঃ And দুটি Subject কে যুক্ত করলে Verb Plural হয়। যেমন – প্রথম উদাহরণ(bring)। As well as দুটি শব্দকে যুক্ত করলেও verb singular হয়। যেমন – প্রথম পার্থক্যের smokes.

As well as এর পর verb As well as এর পর verb আসলে তার সাথে ing যোগ করতে হয়। যেমন-

Running is healthy as well as making you feel good.
He broke the window, as well as destroying the wall.
She draws as well as designing clothes.

Add a Comment