নোয়াখালী জেলা

পূর্ব নামঃ নোয়াখালী জেলার প্রাচীন নাম ছিল ভুলুয়া। নোয়াখালী সদর থানার আদি নাম সুধারাম

অবস্থানঃ মেঘনা ও ডাকাতিয়া নদীর তীরে।

উল্লেখযোগ্য ব্যাক্তিত্বঃ ব্যারিস্টার মওদুদ আহমেদ – সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির এবং জাতীয় পার্টির প্রতিষ্ঠাতাদের অন্যতম। ওবায়দুল কাদের -রাজনীতিবিদ এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন মন্ত্রী, তাঁর অন্যান্য পরিচয়ের মধ্যে রয়েছে তিনি একজন সাংবাদিক এবং লেখক। আবু নয়ীম মোহাম্মদ মুনীর চৌধুরী (জন্ম : ২৭শে নভেম্বর, ১৯২৫ – মৃত্যু : ১৪ই ডিসেম্বর, ১৯৭১) একজন বাংলাদেশী শিক্ষাবিদ, নাট্যকার, সাহিত্য সমালোচক, ভাষাবিজ্ঞানী, বাগ্মী এবং শহিদ বুদ্ধিজীবী। ড. শিরীন শারমিন চৌধুরী- রাজনীতিবিদ, তিনি নবম জাতীয় সংসদের স্পিকারসহ বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী স্পিকার। সার্জেন্ট জহুরুল হক –আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামী ও শহীদ ব্যক্তিত্ব।

দর্শনীয় স্থানঃ নিঝুম দ্বীপ(পূর্ব নাম বাউলার চর), হাতিয়া দ্বীপ; গান্ধি আশ্রম; মহাত্মা গান্ধী জাদুঘর; বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর, সোনাইমুড়ী

নদ-নদীঃ এই জেলার প্রধান নদী মেঘনা. এছাড়াও উল্লেখযোগ্য নদ-নদীর মাঝে ছোট ফেনী, ডাকাতিয়া অন্যতম। ছোট ফেনী নদী ভারতের ত্রিপুরার পাহাড়ি অঞ্চল হতে কুমিল্লার দক্ষিণ-পূর্ব অঞ্চল দিয়ে প্রবাহিত হয়ে গুনবতি নামক স্থান দিয়ে নোয়াখালীতে প্রবেশ করেছে। <অন্যান্য তথ্যঃ জাতিগত সংঘাত ও দাঙ্গার পর ১৯৪৬ সালে মহাত্মা গান্ধী নোয়াখালী জেলা ভ্রমণ করেন। বর্তমানে সোনাইমুড়ি উপজেলার জয়াগ নামক স্থানে গান্ধীজির নামে একটি আশ্রম রয়েছে, যা “গান্ধী আশ্রম” নামে পরিচিত। নোয়াখালী বাংলাদেশের একমাত্র জেলা যার নিজ নামে কোন শহর নেই। নোয়াখালী জেলা শহর মাইজদী নামে পরিচিত।

<- ব্রাহ্মণবাড়ীয়া
কুমিল্লা ->