সংবিধানের অষ্টম সংশোধনী

১৯৮৮ সালের ৯ জুন সংবিধানে অষ্টম সংশোধনী আনা হয়। এ সংশোধনী করা হয়েছিল তৎকালীন সরকারের বিরুদ্ধে ফুঁসে আন্দোলনকে অবদিমত ও স্তিমিত করে দিতে। এ সংশোধনীর মাধ্যমে কয়েকটি গুরম্নত্বপূর্ণ অনুচ্ছেদে পরিবর্তন আনা হয়। অনুচ্ছেদগুলো হল-

২ক। রাষ্ট্রধর্ম
৫-রাজধানী
৩০-বিদেশী, খেতাব, প্রভৃতি গ্রহণ নিষিদ্ধকরণ
১০০- সুপ্রীম কোর্টের আসন

এ সংশোধনীর মাধ্যমে

  • রাষ্ট্রধর্ম ইসলাম বলে ঘোষণা করা হয়, ফলে সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষতা একেবারে মুছে যায়। সেখানে ‘ইসলাম’ কে প্রজাতন্ত্রের রাষ্ট্র ধর্ম ইসলাম বলে ঘোষণা করা হয়। তবে অন্য ধর্মও পালন করার বিধান রাখা হয়।
  • সুপ্রিম কোর্টের বিকেন্দ্রীকরণ হিসাবে, রংপুর, যশোর, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেটে হাইকর্টের ৬টি স্থায়ী বেঞ্চ স্থাপন করা হয়। তবে ১৯৮৯ সালের ২ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের এক আদেশে বাতিল হয়ে যায়।
  • Bangali-এর নাম Bangla-তে পরিবর্তন করা হয়।
  • রাজধানী নাম Dacca-থেকে Dhaka করা হয়।
  • বিদেশ থেকে ভূষণ বা উপাধি গ্রহণে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

এ সংশোধনীটি সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন করে। উল্লেখ যে ১৯৮৯ সালে সুপ্রিম কোর্টের এক আদেশে ‘হাইকোর্ট বিভাগের ৬টি স্থায়ী বেঞ্চ স্থাপন’ অংশটি বাতিল হয়ে যায়।

🡸 সংবিধানের সপ্তম সংশোধনীসংবিধানের নবম সংশোধনী 🡺

Add a Comment