বীমা ব্যবস্থাপনা

বীমা কী?
বীমা হল অর্থের বিনিময়ে জীবন, সম্পদ বা মালামালের সম্ভাব্য ক্ষয়ক্ষতির ন্যায়সঙ্গত ও নির্দিষ্ট ঝুঁকির স্থানান্তর। এর মাধ্যমে ব্যক্তি বা বীমা প্রতিষ্ঠান অর্থের (প্রিমিয়ামের) বিনিময়ে মক্কেলের আংশিক বা সমস্ত সম্ভাব্য ঝুঁকি গ্রহণ করে থাকে। এটি অনিশ্চিত ক্ষয়ক্ষতি এড়ানোর জন্য ঝুঁকি ব্যবস্থাপনার একটি অংশ।

বীমাকে সাধারণত দুই শ্রেণিতে ভাগ করা যায়-
ক. জীবন বীমাঃ জীবন বীমা হল মানুষের মৃত্যুজনিত ঝুঁকি, ক্ষতি, বিপদ হস্তান্তরে বা এড়ানোর একটি কৌশল। বীমাগ্রহীতার মৃত্যু অথবা বার্ধক্য অবস্থায় বীমাগ্রহীতা অথবা তার পরিবার পরিজনদের আর্থিক ক্ষতি থেকে মুক্তি পাওয়ার জন্য আধুনিক যুগে জীবন বীমা একটি কার্যকর মাধ্যমে হিসেবে কাজ করে। রাষ্ট্র মালিকানাধীন ১টি সহ মোট ৩১টি জীবন বীমা কোম্পানি আছে বাংলাদেশে।

খ. সাধারণ বীমাঃ নৌ বা সামুদ্রিক, অগ্নি বীমা, সামাজিক ও অন্যান্য ধরনের বীমাসমূহকে সাধারণ বীমার অন্তর্ভুক্ত করা যায়। রাষ্ট্র মালিকানাধীন ১টি সহ মোট ৪৬টি সাধারণ বীমা কোম্পানি আছে বাংলাদেশে।

Add a Comment