বাংলাদেশের জিডিপি

Gross Domestic Product(GDP) বা মোট অভ্যন্তরীন উৎপাদন। কোণ নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে, একটি দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে যে সকল দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম উত্তপন্ন হয়, এর আর্থিক মূল্যকে GDP বলে।

GDP= GNP-(বিদেশে দেশি বিনিয়োগ থেকে ও দেশে বিদেশিদের দ্বারা সৃষ্ট আয়).

নানা প্রতিকূলতার মাঝেও বাংলাদেশ গত এক দশক থেকে প্রবৃদ্ধি ৬ শতাংশের উপরে ধরে রেখেছে।

অর্থবছরজিডিপি
২০১৭-২০১৮৭.৪%
২০১৬-২০১৭৭.২৪%
২০১৪-২০১৫৬.৫১%
২০১৩-২০১৪ ৬.০৬%
২০১২-২০১৩৬.০১%

Add a Comment