দেশভিত্তিক রপ্তানি

যুক্তরাষ্ট্র ও জার্মানি আমাদের রপ্তানি পণ্যের বৃহৎ বাজার। যুক্তরাষ্ট্রে রপ্তানিকৃত প্রধান প্রধান পণ্যসমূহ হলােঃ তৈরি পােশাক, নিটওয়্যার, হিমায়িত চিংড়ি, হােম টেক্সটাইল ইত্যাদি। বাংলাদেশি পণ্য রপ্তানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের পরে রয়েছে ইউরােপিয়ান ইউনিয়নভুক্ত দেশ যথাক্রমে জার্মানি (১৬.০৮%) ও যুক্তরাজ্য (১১.০৬%)।

দেশ ভিত্তিক রপ্তানি আয়

২০১৭-২০১৮ অর্থবছরে বাংলাদেশের রপ্তানি প্রবৃদ্ধি হয় ৬.৮৩ । মোট রপ্তানির পরিমান ২৪৩৯৭ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশ কোন কোন দেশে কি পরিমাণে রপ্তানি করে তার তালিকা নিম্নরূপ-

দেশপরিমাণ(শতকরায়)মন্তব্য
জার্মানি 16.08
যুক্তরাষ্ট্র 15.99
যুক্তরাজ্য 11.06
ফ্রান্স 5.33
ইতালি 4.38
নেদারল্যান্ড 3.40
কানাডা 3.02
জাপান 3.00
বেলজিয়াম 2.45
অন্যান্য 35.28
মোট 100

অর্থনৈতিক সমীক্ষা ২০১৮ অনুসারে।

Add a Comment