ডিজিটাল বাংলাদেশ গড়ার পরিকল্পনা

আমাদের ভূমি ব্যবহারে দেশবান্ধব পরিকল্পনা গ্রহণ করতে হবে। নানাভাবে মাত্রাতিরিক্ত বড় বাড়ি তৈরিকে নিরুৎসাহিত করতে হবে, বহুতল ভবন নির্মাণকে উৎসাহিত করতে হবে। আমরা নিম্ন-মধ্যম আয়ের দেশ থেকে বেড়িয়েছি মানে এই নয় যে আমরা যথেচ্ছা ব্যয় করব। । আমাদের অর্থনৈতিক আচরণ অবশ্যই আমাদের দেশের অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে সংগতিপূর্ণ হতে হবে।

আমাদের ক্রয় ক্ষমতা(Purchasing power parity) কম। ভোগের মনোবৃত্তিকে নিরুৎসাহিত করা উচিত। সব আমদানি করা দ্রব্যের পূর্ণ সদ্ব্যবহার করা উচিত।

মেধাবীরা দেশের বাইরে পড়তে যায় বা উচ্চতর শিক্ষা গ্রহণে যায়, বাংলাদেশের ক্ষেত্রে তাঁরা কদাচিৎ ফিরে আসে। তাই তাদের ফেরানোর ব্যবস্থা করে যথাযথ কর্মের ব্যবস্থা করতে হবে।

আমদের অর্থনীতি কৃষি নির্ভর, রপ্তানি পোশাক, পাট(অল্প পরিমাণে চামরা) নির্ভর। আমাদের আরও উৎস খুঁজে বের করতে হবে। সেক্ষেত্রে তপ্রযুক্তি, ফ্রিল্যান্সিং খাতকে অগ্রাধিকার দিতে হবে।

তরুণদের মূল্যায়নঃ আমাদের তরুণেরা অনেক মেধাবী ও উদ্যমী, তাদেরকে যথাযথ পৃষ্টপোষকতা ও সহায়তা দিয়ে কাজে লাগাতে হবে।

Add a Comment