ওস্তাদ আলাউদ্দিন খাঁ

Ostad Alauddin Khan
Ostad Alauddin Khan
উস্তাদ আলাউদ্দিন খাঁ (৮ অক্টোবর ১৮৬২ – ৬ সেপ্টেম্বর ১৯৭২) একজন বাঙালি সঙ্গীতজ্ঞ। বাবা আলাউদ্দিন খান নামেও তিনি পরিচিত ছিলেন। সেতার ও সানাই এবং রাগ সঙ্গীতে বিখ্যাত ঘরানার গুরু হিসাবে সারা বিশ্বে তিনি প্রখ্যাত। মূলত সরোদই তাঁর শাস্ত্রীয় সঙ্গীতের বাহন হলেও সাক্সোফোন, বেহালা, ট্রাম্পেট সহ আরো অনেক বাদ্যযন্ত্রে তাঁর যোগ্যতা ছিল অপরিসীম। আলাউদ্দিন খাঁর জন্ম ত্রিপুরা প্রদেশের শিবপুর গ্রামে, বর্তমান বাংলাদেশের ব্রাহ্মানণবাড়িয়ায়। তাঁর সন্তান ওস্তাদ আলী আকবর খান ও অন্নপূর্ণা দেবী নিজস্ব ক্ষেত্রে উজ্জ্বল নক্ষত্র হিসেবে প্রতিষ্ঠিত। আচার্যের বিখ্যাত শিষ্যরা হলেন পণ্ডিত রবি শঙ্কর, পণ্ডিত নিখিল ব্যানার্জী, বসন্ত রায়, পান্নালাল ঘোষ সহ আরো অনেকে।

তাঁর অপর দু’ভাই হলেন ওস্তাদ আফতাব উদ্দীন খান (তবলা ও বংশীবাদক) এবং ওস্তাদ আয়াত আলী খান (সুরবাহার বাদক)। পাঁচ ভাই, দুই বোনের মধ্যে আলাউদ্দিন খাঁ ছিলেন তৃতীয়।

তিনি সরোদবাদনে ‘দারা দারা’ সরক্ষেপণ পদ্ধতি প্রবর্তন করেন যা ‘মাইহার ঘরানা’ নামে পরিচিত।

Add a Comment