বাগধারা গ

বিগত সালের BCS Preliminary- তে এখান থেকে প্রশ্ন এসেছে টি।

গঙ্গাজলে গঙ্গাপূজা = পরের জিনিসে পরের তুষ্টি সাধন ।
গঙ্গা পাওয়া- মারা যাওয়া।
গজপতি বিদ্যাদিগ্বজ = পণ্ডিত মূর্খ ।
গজেন্দ্র গমন = হাতির গমন বা মৃদু গমন।
গজ-কচ্ছপের যুদ্ধ= শক্তিধর দুই পক্ষের লড়াই।
গজকপিত্থবৎ – অন্তঃসারশূন্য অবস্থা।
গড্ডলিকা প্রবাহ= অন্ধভাবে অনুসরণ।
গণেশ উল্টানো – উঠে যাওয়া, ফেল মারা, ব্যবসা তুলে দেওয়া।
গণ্ডগ্রাম= বড়গ্রাম, অজপাড়াগাঁ।

গণ্ডায় আণ্ডা দেওয়া = ফাঁকি দেওয়া।
গন্ধমাধন বয়ে আনা = অবাস্তব বিষয়ের অবতারণা করা। কাউকে কোন জিনিষ আনতে দিলে যদি একাধিক জিনিস টেনে আনে।
গরজ বড় বালাই – প্রয়োজনে গুরুত্ব।
গরুচণ্ডালী= উঁচু-নিচুর সহবস্থান।
গর্ধভ রাগিনী = নিরেট মূর্খের বেসুরো গান।
গলবস্ত্র হওয়া= বিনীতভাবে অনুরোধ।
গলাকাটা = ডাকাত ।
গলায় পা দেওয়া= পীড়ন করা।
গাছপাথর- হিসাবের নির্দেশক (তার বয়েসের গাছপাথর নেই-অর্থাত্ অনেক বয়েস হয়েছে)। (৩২তম বিসিএস প্রিলিমিনারি)
গায়ে ঝাল ঝাড়া = শোধ নেওয়া/ দাঁত তোলা ।

গায়ে ফুঁ দিয়ে বেড়ানো = কোন দায়িত্ব না নেওয়া ।
গুরু মারা বিদ্যা – যার কাছে শিক্ষা তাঁর উপর প্রয়োগ ।
গরু খোঁজা – তন্ন তন্ন করে খোঁজা।
গোঁফ-খেজুরে= নিতান্ত অলস (১৩তম বিসিএস প্রিলিমিনারি)
গোঁয়ার গোবিন্দ – নির্বোধ অথচ হঠকারী ।
গোকুলের ষাঁড় = সেচ্ছাচারী ব্যক্তি ।
গোডিমওয়ালা শিশু= দুধের বাচ্চা।

গোবর গণেশ = জড় বুদ্ধি, নিরেট মূর্খ।
গোবৈদ্য= হাতুড়ে চিকিৎসক।
গোলক ধাঁধা= দিশেহারা।
গৌরীসেনের টাকা= বেহিসাবি টাকা।
গৌড় চন্দ্রিকা = ভূমিকা বা ভনিতা।
গ্যাঁড়াকল = লোক ঠকাবার কৌশল।


👉 Read More...👇