বাংলা ভাষার ব্যাকরণের ইতিবৃত্ত

বাংলা ভাষার প্রথম ব্যাকরণ Vocabolario em idioma Bengalla, e Potuguez dividido em duas partes। রচনা করেন পর্তুগিজ পাদ্রি মনোএল দ্য আসসুম্পসাঁউ। ১৭৩৪ সালে এটি রচিত হলেও ১৭৪৩ সালে লিসবন থেকে প্রকাশিত হয় রোমান হরফে। বাংলা ভাষার দ্বিতীয় ব্যাকরণ রচয়িতা Nathaniel Brassey Halhed তাঁর A Grammar of the Bengal Language হুগলি থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় ১৭৭৮ খ্রিস্টাব্দে। এটি প্রধানত ইংরেজী ও আংশিক বাংলায় রচিত। এরপর উনিশ শতকের প্রথমেই রচিত হয় উইলিয়ম কেরীর বাংলা ব্যাকরণ A Grammar of the Bengali Language (১৮০১)। তারপর গঙ্গা কিশোর ভট্টাচার্য ১৮১৬ তে ও কিথ সাহেব ১৮২০ সালে বাংলা ব্যাকরণ রচনার প্রয়াস পান। কিন্তু এগুলো সবই ছিল ইংরেজীতে। রামমোহন রায়ের ইংরেজিতে রচিত ব্যাকরণ গ্রন্থ Bengali Grammar in the English Language প্রকাশিত হয় ১৮২৬ সালে, কলকাতার ইউনিটারিয়েন প্রেস থেকে। ১৮৩৩ সালে স্কুল বুক সোসাইটির জন্য তিনি গ্রন্থটি ‘গৌড়ীয় ব্যাকরণ’ নামে অনুবাদ করে দেন। তাই বলা যায় গৌড়ীয় ব্যাকরণই বাংলা ভাষার, বাংলা ভাষায়, বাংলা হরফের প্রথম ব্যাকরণ গ্রন্থ।

Add a Comment