এক -এ চন্দ্র, দুই –এ পক্ষ

আমার ছোটবেলাতে অনেকেই নিচের ছড়াটি না বুঝে মুখস্ত করেছি, চলুন আজ ছড়াটি পরে কিছু বুজতে চেষ্টা করি

এক -এ চন্দ্র(একটি চাঁদ)

দুই –এ পক্ষ( অমাবস্যা ও পূর্ণিমা)

তিন-এ নেত্র (শিব ঠাকুরের তিনটি চোখ, কপালে একটি)

চার –এ চতুর্বেদ (ঋক্‌, যজুঃ, সাম ও অর্থব-এই চারি বেদ)

পাঁচ-এ পঞ্চবাণ(মদন দেবতার পঞ্চবাণ বা পাঁচটি পুষ্পগন্ধী যথা অশোক,শ্বেতপদ্ম, নীলপদ্ম, মল্লিকা ও আম্রমঞ্জরী)

ছয়-এ ঋতু (গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত)

সাত-এ সমুদ্র (Arctic, Antarctic, North Pacific, South Pacific, North Atlantic, South Atlantic, and Indian Oceans)

আট-এ অষ্ট বসু (দক্ষরাজার কন্যা “বসু” এর গর্ভজাত আটপুত্রকে বলা হয় অষ্টবসু। তাঁরা হলেন-ধর,ধ্রুব,সোম,অহ,অনিল,অনল,প্রত্যূষ ও প্রভাস। এই সেই “প্রভাস” যিঁনি ব্রহ্মর্ষি বশিষ্ঠের অভিশাপে মাতা গঙ্গার পুত্ররূপে “দেবব্রত” হয়ে ধরণীতে জন্মগ্রহণ করে পিতামহ “ভীষ্ম” নামে অভিহিত হয়েছিলেন। একমাত্র তিনিই বেঁচে ছিলেন, আর পুর্বের সাত জনকে জন্মের পরপরই গঙ্গায় ফেলে হত্যা করা হয় )

নয়-এ নবগ্রহ: গ্রহ (বুধ, শুক্র, পৃথিবী,মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো)

দশ-এ দিক: (পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, অগ্নি, বায়ু, ঈশান, নৈঋত, উর্দ্ধ ও অধ:

Add a Comment