বাংলা নামের উৎপত্তি

‘বঙ্গাল’ শব্দটি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ান্ত শব্দ। সংস্কৃত ‘বঙ্গ+আল= বঙ্গাল’। ঋকবেদের ‘ঐতরেয় আরন্যক’ গ্রন্থে ‘বঙ্গ’ কথাটির প্রথম উল্লেখ পাওয়া যায়। শামস-ই-সিরাজ তবকিয়া রচিত ‘তারিখ-ই-ফিরোজ শাহী’ গ্রন্থে প্রথম একই সাথে ‘বঙ্গ’ ও ‘বঙ্গাল’ নামের উল্লেখ পাওয়া যায়।
‘বাঙ্গালাহ’ শব্দটি প্রথম ব্যবহার করেন মুসলমানেরা। ফারসি ‘বাঙ্গালাহ’ থেকে পর্তুগীজ ‘Bengala’ ও ইংরেজি ‘Bengle’ এসেছে, এর থেকে ‘বাঙ্গালা’ রূপ নিয়েছে। ‘বাঙালা ভাষা’ শব্দদুটি প্রথম ব্যবহার করেন বাংলাভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থ প্রণেতা, পর্তুগীজ পাদ্রী মোনো এল দা আসসুম্পসাওঁ।

Add a Comment