বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানী লিমিটেড(BSCCL):

বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানী লিমিটেড(BSCCL): একটি মূল টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক সাবমেরিন কেবলের অপারেটর। এছাড়াও এটি একটি ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) প্রতিষ্ঠান। বিএসসিসিএল একটি পাবলিক লিমিটেড কোম্পানী হিসেবে সরকারি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীনে ২০০৮ সালের জুলাই মাসে আত্নপ্রকাশ করে। আত্মপ্রকাশের পর অতি অল্প সময়ের মধ্যে বিএসসিসিএল SMW-4 এবং SMW-5 নামক দুটি সাবমেরিন কেবল্ কনসোর্টিয়ামের পূর্ণ সদস্য পদ নিশ্চিতকরণের মাধ্যমে বাংলাদেশের জন্য অধিক ব্যান্ডউইড্থ ও বিকল্প উৎস প্রাপ্তি নিশ্চিত করেছে। বিএসসিসিএল এর আইআইজি ইউনিট দেশের মানুষকে সুলভে উচ্চ মানসম্পন্ন ইন্টারনেট ব্যান্ডউইড্থ সরবরাহের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে । তাছাড়া কোম্পানীর আইপিএলসি সার্ভিসের মাধ্যমে বাংলাদেশ হতে বর্হিবিশ্বের বিভিন্ন রাষ্ট্রের সহিত পয়েন্ট টু পয়েন্ট যোগাযোগ স্থাপিত হচ্ছে। বিএসসিসিএল বাংলাদেশের টেলিকম খাতে ক্রমবর্ধমান অগ্রগতি সম্পন্ন একটি কোম্পানী। ন্যাশনাল ILDTS ও ICT নীতিমালার আলোকে বাংলাদেশে আধুনিক টেলি নেটওয়ার্ক এবং উচ্চ গতিসম্পন্ন ব্রডব্যান্ড ইন্টারনেটের বিকাশ কার্যক্রম বাস্তবায়নে বিএসসিসিএল একটি শীর্ষস্থানীয় কোম্পানী । ২০২১ সালের মধ্যে বিএসসিসিএল এর মালিকানাধীন সাবমেরিন কেবল্ নেটওয়ার্ক ‘‘ডিজিটাল বাংলাদেশ’’-এর প্রধান টেলিযোগাযোগ অবকাঠামো হবে বলে আশা করা যায় এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ কার্যে বিএসসিসিএল নিশ্চিতভাবে একটি মূখ্য ভূমিকা পালন করবে। উচ্চ ধারণক্ষমতার ফাইবার অপটিক সাবমেরিন কেবল ও অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে ইন্টারনেট ট্রানজিট সুবিধা প্রদানের মাধ্যমে বিএসসিসিএল কার্যকরভাবে দেশবাসীকে ‘‘ইনফরমেশন সুপার হাইওয়ে’’-তে সংযুক্ত করছে।

গত ৬ই জুন, ২০১৫খ্রিঃ তারিখে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের সময় ভারত ও বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীগণের উপস্থিতিতে বিএসসিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক ও বিএসএনএলের চেয়ারম্যান ত্রিপুরা রাজ্যের জন্য ১০ জিবিপিএস আইপি ব্যান্ডউইড্থ রপ্তানী চুক্তি স্বাক্ষর করেন, যা ২৩শে মার্চ, ২০১৬খ্রিঃ সালে ভারত ও বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীগণ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে শুভ উদ্বোধন করেন ।এই চুক্তির অধীনে, বিএসসিসিএল ৮ ফেব্রুয়ারি ২০১৬ হতে ১০ জিবিপিএস আইপি ব্যান্ডউইডথ ত্রিপুরাতে রপ্তানি করতে শুরু করেছে।


👉 Read More...👇

Add a Comment