আলোর উপাদান কি? সূর্য হতে পৃথিবী পৃষ্ঠে পতিত আলোক তরঙ্গসমূহের তরঙ্গ দৈর্ঘ্য উল্লেখপূর্বক শ্রেণিবিন্যাস করুন।

আলোর উপাদানঃ আলো একপ্রকার শক্তি যা তড়িত চুম্বকীয় তরঙ্গ আকারে এক স্থান থেকে অন্য স্থানে ছড়িয়ে পড়ে। আলো কণা তরঙ্গ উভয় ধর্মই প্রকাশ করে। আলোর কোয়ান্টাম তত্ত্ব অনুসারে, ‘আলোকশক্তি কোন উৎস থেকে অবিচ্ছিন্ন তরঙ্গের আকারে না বেরিয়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র শক্তিগুচ্ছ বা প্যাকেজ আকারে বের হয়। এই শক্তিগুচ্ছের সর্বনিম্ন মানের কণিকাকে ফোটন বা কোয়ান্টাম বলে।’ অর্থাৎ ফোটনই হল আলোর উপাদান যা কণা ধর্মের প্রকাশ করে।

সূর্য হতে আলো তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ আকারে পৃথিবী পৃষ্ঠে আপতিত হয়। আমরা যে আলোতে দেখি তা তড়িৎ চুম্বকীয় বর্ণালীর একটি ক্ষুদ্র অংশ। মূলত বর্ণালীর অবলোহিত, দৃশ্যমান ও অতিবেগুনি রশ্মি সূর্য থেকে পৃথিবী পৃষ্ঠে আপতিত হয়। তরঙ্গদৈর্ঘ্য উল্লেখপূর্বক এদের শ্রেণিবিন্যাস-

অতিবেগুনি রশ্মি ১০-৮ — ৭x১০-৭
দৃশ্যমান আলো ৭x১০-৭ — ৪x১০-৭
অবলোহিত রশ্মি ৪x১০-৭ –১০-৩
সম্পুর্ণ বর্ণালী দেখুন

Add a Comment