বাঙলাদেশের প্রথম স্বাধীন নবাব কে?

  • নবাব সিরাজউদ্দৌলা
  • মুর্শিদ কুলী খান
  • ইলিয়াস শাহ
  • আলাউদ্দিন হোসেন শাহ

মুর্শিদকুলি খান (মুহম্মদ হাদী) হায়দ্রাবাদের দেওয়ান ছিলেন। তিনি ১৭০০ সালে বাংলার দেওয়ানী লাভ করেন এবং ১৭০২ সালে মুর্শিদকুলি খান উপাধি পান। তিনি বাংলার প্রথম নবাব। শাহজাদা আজিমুশশানের সাথে ব্যক্তিগত দ্বন্দ্বের কারনে ১৭১৭ সালে তিনি রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে (পূর্ব নাম মকসুদাবাদ) স্থানান্তর করেন। সম্রাট আওরঙ্গজেবের মৃত্যুর পর তিনি স্বাধীন ভাবে বাংলা শাসন করেন।