নিচের কোন বানানগুচ্ছের সবগুলো বানানই অশুদ্ধ?

  • ভূরিভূরি, ভূড়িওয়ালা, মাতৃস্বসা
  • নিক্কণ, সূচগ্র, অনুর্ধ্ব
  • অনূর্বর, ঊর্ধগামী, শুদ্ধ্যশুদ্ধি
  • রানি, বিকিরণ, দুরতিক্রম্য

ভুঁড়ি : নাড়ি-ভুঁড়ি ভূরি : এ জগতে হায় সে-ই বেশি চায়, আছে যার ভূরি-ভূরি! মাতৃস্বসা: মায়ের বোন নিক্কণঃ ধ্বনি, শব্দ; বীণাধ্বনি। অনূর্ধ্ব: যার চেয়ে ঊর্ধ্ব নেই; অনধিক; উঁচু নয় এমন। (সং. ন (অন্) + ঊর্ধ্ব) অনুর্বর: যাতে (যে জমিতে) শস্যের ফলন ভালো হয় না, শস্য উত্পাদনের শক্তি নেই এমন;মরুময়।সং. ন + উর্বর। ঊর্ধ্বগামীঃ উপরদিকে যাচ্ছে এমন; ক্রমশ উপরে উঠছে বা উঁচু হচ্ছে এমন। বিকিরণঃ বিভিন্ন দিকে বিস্তার বা বিক্ষেপ (আলোকরশ্মির বিকিরণ, শিক্ষার বিকিরণ); ছড়ানো [সং. বি + √ কৃ + অন]। দুরতিক্রম্যঃ অতি কষ্টে পার হওয়া যায় এমন; দুর্লঙ্ঘ্য, দুস্তর। সূচ্যগ্রঃ সুচের আগা। অনুর্ধ্ব