কোন বাক্যটি শুদ্ধ?

  • আপনি স্বপরিবারে আমন্ত্রিত।
  • তাঁর কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলাম।
  • তোমার পরশ্রীকাতরতায় আমি মুগ্ধ।
  • সেদিন থেকে তিনি সেখানে আর যায় না।

প্রথম অপশনের সঠিক বাক্য হবে ‘আপনি সপরিবারে আমন্ত্রিত।’ তৃতীয় অপশনে উপমার ভুল প্রয়োগ হয়েছে, খারাপ কাজ দেখে কেউ মুগ্ধ হয় না। চতুর্থ অপশনটি বাহুল্য দোষে দুষ্ট। সঠিক টি হবে, সেদিন থেকে তিনি সেখানে যান না, অথবা তিনি সেখানে আর যান না।