‘আসাদের শার্ট’ কবিতার লেখক কে?

  • আল মাহমুদ
  • আব্দুল মান্নান সৈয়দ
  • অমিয় চক্রবর্তী
  • শামসুর রাহমান

শামসুর রাহমানের কিছু কবিতাঃ ট্রেন( ঝক ঝক ঝক ট্রেন চলেছে / রাত দুপুরে অই।) স্বাধীনতা তুমি (স্বাধীনতা তুমি রবিঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান।) বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা; একটি কবিতার জন্য(বৃক্ষের নিকটে গিয়ে বলি ; দয়াবান বৃক্ষ তুমি একটি কবিতা দিতে পারো ?); তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা; আসাদের শার্ট ( গুচ্ছ গুচ্ছ রক্তকরবীর মতো কিংবা সূর্যাস্তের জ্বলন্ত মেঘের মতো আসাদের শার্ট উড়ছে হাওয়ায় নীলিমায় ।) বন্দী শিবির থেকে;