13th Preliminary

17. ‘জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ এ্যান্ড ট্রেড’ (GATT) একমাত্র বহুমুখী সহায়ক সংস্থা হিসেবে বর্তমানে বিশ্ব বাণিজ্যের কত অংশের সমন্বয় সাধন করে থাকে?

  • প্রায় ৭৫ শতাংশ
  • প্রায় ৮০ শতাংশ
  • প্রায় ৮৫ শতাংশ
  • প্রায় ৯০ শতাংশ

Answer

19. ‘এশিয়া ওয়াচ’ কর্তৃক সম্প্রতি উদ্ঘাটিত কোন অপরাধের জন্য চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ঠ special 301 প্রয়োগ করার বিবেচনা করে?

  • জুন ১৯৮৯-তে টিয়ানমেন স্কোয়ারে সংঘটিত ট্রাজেডী
  • জেলাখানার কয়েদীদের শ্রমে উৎপাদিত দ্রব্য রপ্তানি
  • পাকিস্তানের কাছে মিশাইল বিক্রি
  • আলজিরিয়ার কাছে পারমাণবিক যুদ্ধাস্ত্রের প্রযুক্তি বিক্রয়

Answer

37. কোন বাক্যে ‘ঢাক্ ঢাক্ গুডু গুডু’ প্রবাদটির বিশেষ অর্থ প্রকাশ পেয়েছে?

  • ঢাক্ ঢাক্ গুড় গুড় করে কী লাভ, কাজে লেগে যাও।
  • ঢাক্ ঢাক্ গুড় গুড় করে কী লাভ,আসল কথাটি বল।
  • ঢাক্ ঢাক্ গুড় গুড় করে কী লাভ, কি খাবে বল।
  • ঢাক্ ঢাক্ গুড় গুড় করে কী লাভ, নিজের পায়ে দাঁড়াও।

Answer

79. ‘বন্যেরা বনে সুন্দর,শিশুরা মাতৃক্রোড়ে’-এ উক্তিটির প্রকৃত তাৎপর্য হচ্ছে-

  • আদিবাসী মানুষ অরণ্য জনপদে বাস করে
  • বনের পশু বনে থাকতেই ভালোবাসে
  • জীব মাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর
  • প্রকৃতির রূপ-সৌন্দর্য আদি ও কৃত্রিম

Answer

89. কোন পরীক্ষায় একজন ছাত্র n সংখ্যক প্রশ্নের প্রথম ২০টি প্রশ্ন হতে ১৫টি প্রশ্নের শুদ্ধ উত্তর দেয় এবং বাকি প্রশ্নগুলির ১/৩ অংশের শুদ্ধ উত্তর দিতে পারে। এভাবে সে যদি ৫০%প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়ে থাকে তেব ঐ পরীক্ষায় প্রশ্নের সংখ্যা কত ছিল?

  • 20
  • 30
  • 50
  • 40

Answer

91. বালক ও বালিকা একটি দলে নিম্নরূপ খেলা হচ্ছে।প্রথম বালক ৫ জন বালিকার সংঙ্গে খেলছে,দ্বিতীয় বালক ৬ জন বালিকার সংঙ্গে খেলছে;এভাবে শেষ বালক সবকটি বালিকার সংঙ্গে খেলছে।যদি b বালকের সংখ্যা এবং g বালিকার সংখ্যা প্রকাশ করে তবে b এর মান কত?

  • b=g
  • b=g/5
  • b=g-4
  • b=g-5

Answer