10th Preliminary

1. দূরের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হতে বিদ্যুৎ নিয়ে আসতে হলে হাইড্রোভোল্টেজ ব্যবহার করার কারন-

  • এতে বিদ্যুতের অপচয় কম হয়
  • এতে কমে গিয়েও প্রয়োজনীয় ভোল্টেজ বজায় থাকে
  • অধিক বিদ্যুৎ প্রবাহ পাওয়া যায়
  • প্রয়োজন মত ভোল্টেজ কমিয়ে ব্যবহার করা যায়

Answer

4. মাছ অক্সিজেন নেয়-

  • মাঝে মাঝে পানির উপর নাক তুলে
  • পানিতে অক্সজেন ও হাইড্রোজেন বিশ্লিষ্ট করে
  • পটকার মধ্যে জমানো বাতাস হতে
  • পানির মধ্যে দ্রবিভূত বাতাস হতে

Answer

28. বৈদ্যুতিক মটর এমন একটি যন্ত্রকৌশল যা –

  • তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রুপান্তরিত করে
  • তাপ শক্তিকে ত্বরিত শক্তিতে রুপান্তরিত করে
  • যান্ত্রিক শক্তিকে ত্বরিত শক্তিতে রুপান্তরিত করে
  • তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রুপান্তরিত করে

Answer

67. শুদ্ধ বাক্য কোনটি?

  • দুর্বলবশত অনাথিনী বসে পড়ল।
  • দুর্বলতাবশতঃ অনাথিনী বসে পড়ল।
  • দুর্বলাতাবশত অনাথা বসে পড়ল।
  • দুর্বলবশত অনাথা বসে পড়ল।

Answer