ভ্যাটিকান সিটি

ভ্যাটিকান সিটি ইতালির রোম শহরের ভিতরে অবস্থিত স্বাধীন রাষ্ট্র। পোপ এখানকার রাষ্ট্রনেতা। এটি রোমান ক্যাথলিক গির্জার বিশ্ব সদর দফতর হিসেবে কাজ করে। সম্পূর্ণভাবে রোমের অভ্যন্তরে অবস্থিত ভ্যাটিকান সিটি বিশ্বের ক্ষুদ্রতম রাষ্ট্র, যার আয়তন ১১০ একর।

সেইন্ট পিটার্স স্কয়ার– ভ্যাটিকান সিটিতে অবস্থিত।

ভ্যাটিকান সিটির নিজস্ব সংবিধান, ডাকব্যবস্থা, সীলমোহর, পতাকা এবং অন্যান্য রাষ্ট্রীয় প্রতীক বিদ্যমান। ভ্যাটিকানের নিজস্ব সেনাবাহিনীও আছে, যার নাম সুইস গার্ড; এর সদস্যসংখ্যা প্রায় ১০০। ভ্যাটিকান রেডিও নামের সরকারি বেতার স্টেশন সারা বিশ্বে পোপের কণ্ঠ ছড়িয়ে দেয়। ২০০১ সালে ভ্যাটিকান শহরে জনসংখ্যা ছিল প্রায় ১০০০। এখানে স্থায়ীভাবে বসবাস করে ও পোপের দেয়া বিশেষ দায়িত্ব পালন করে এখানকার নাগরিকত্ব পাওয়া সম্ভব।

ইতালীয় সরকার ও পোপ সম্প্রদায়ের মধ্যে বহু বছর ধরে বিতর্কের পর ১৯২৯ সালে লাতেরান চুক্তির অধীনে ভ্যাটিকান সিটি প্রতিষ্ঠিত হয়। এই চুক্তির অধীনে ক্যাথলিক গির্জা ক্ষতিপূরণের বিনিময়ে অন্য সব পোপীয় রাষ্ট্র থেকে দাবী প্রত্যাহার করে নেয় এবং স্বাধীন ভ্যাটিকান সিটি হিসেবে সার্বভৌমত্ব অর্জন করে। এর বর্তমান প্রধান পোপ ফ্রান্সিস, ২০১৩ সালের ১৩ই মার্চ দায়িত্বগ্রহন করেন ।

পোপ
ফ্রান্সিস ৩০ নভেম্বর ২০১৭ বাংলাদেশ সফর করবেন। রোমান ক্যাথলিক চার্চের ধর্মগুরু হিসাবে এটা হবে বাংলাদেশে কোন পোপের দ্বিতীয় সফর। প্রথম সফর করেছিলেন পোপ দ্বিতীয় জন পল।
তথ্য কণিকা

  • বিশ্বর একমাত্র নগররাষ্ট্র বলা হয়- ভ্যাটিক্যানসিটিকে ।
  • ভ্যাটিক্যান সিটি অবস্থিত –টিবের নদীর দক্ষিণে।
  • পৃথিবীর শেষ পোপীয় রাষ্ট্র- ভ্যাটিকেন সিটি।
  • হলি সি হচ্ছে–ভ্যাটিকেন সিটি ।
  • বিখ্যাত সার্কাস “নিরোর সার্কাস” – ভ্যাটিক্যান সিটির।
  • স্বাধীন দেশ হয়েও ভ্যাটিকেন জাতিসংঘের সদস্য নয়।

Add a Comment