UNHCR

জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশনার (United Nations High Commissioner for Refugees- UNHCR) জাতিসংঘের একটি আন্তর্জাতিক সংস্থা। এর দায়িত্ব হচ্ছে জাতিসংঘ বা কোনো দেশের সরকারের অনুরোধে স্বদেশহীন, বাস্তুহারা, বিতাড়িত, মাতৃভূমিচ্যুত শরণার্থীদের রক্ষা করা, তাদের অবস্থানকে সমর্থন জোগানো ও নিজ দেশে ফেরা বা অন্য কোন দেশে যথোপযুক্ত পুনর্বাসনের ব্যবস্থা করা। বর্তমান হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি ২০১৬ সাল থেকে কর্মরত আছেন। তিনি ১১তম হাইকমিশনার। ইউএনএইচসিআরের সাবেক প্রধান ছিলেন জাতিসংঘের বর্তমান মহাসচিব ও পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী অ্যান্টোনিও গুতারেস। তিনি ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত ওই দায়িত্ব পালন করেন। সুইজারল্যান্ডের জেনেভা শহরে (৩৮তম বিসিএস প্রিলিমিনারি) শরণার্থীবিষয়ক হাইকমিশনারের সদর দপ্তর অবস্থিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে সৃষ্ট শরনার্থীদের পুনর্বাসনে এটি প্রতিষ্ঠিত হয় ১৯৫০ সালের ১৪ ডিসেম্বর। যা জাতিসংঘের ত্রাণ ও পুনর্বাসন প্রশাসনের ( United Nations Relief and Rehabilitation Administration) স্থলাভিষিক্ত হয়। ১৯৫৪ সালে ও ১৯৮১ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ ইউএনএইচসিআর।

Add a Comment