সিরিয়া

Syria
Syria
পশ্চিম এশিয়ার দেশ সিরিয়ার দাপ্তরিক নাম The Syrian Arab Republic । যার পশ্চিম সীমান্তে আছে ভূমধ্যসাগর ও লেবানন, উত্তরে তুরস্ক, পূর্বে ইরাক, দক্ষিণে জর্ডান, ও দক্ষিণ -পশ্চিমে ইসরাইল। সিরিয়ার বৃহত্তম শহর ও রাজধানী দামেস্ক। এর দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো

দামেস্কঃ দামেস্ক সিরিয়ার রাজধানী। এটি এশিয়ার একটি প্রাচীন শহর। হযরত ইব্রাহিমের (আ) যুগের পূর্বে এখানে শহর গড়ে উঠেছিল বলে জানা যায়। পর পর এই শহরটি আবিসিনীয় ও পারসিকদের অধিকারে ছিল। শহরটি খ্রিষ্টপূর্ব ৬৪ অব্দে রোমানদের হস্তগত হয় এবং ৬৩৫ খ্রিষ্টাব্দে স্থায়ীভাবে আরব শাসনাধীন হয়।

সিরিয়ায় ১৯৬৩ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত নাগরিকের সাংবিধানিক নিরাপত্তা ব্যাহত করে জরুরি অবস্থা বিরাজমান ছিল। ১৯৭০ থেকে ২০০০ সাল পর্যন্ত সেখানে বাসার আল আসাদের পিতা হাফিজ আল আসাদ শাসন করেন। ২০০০ সালে ক্ষমতায় বসে বাসার আল আসাদ। ভূমধ্যসাগরীয় জোট থেকে সিরিয়া নিজেকে প্রত্যাহার করে নেয়। আর আরব লীগ ২০১১ সালে সিরিয়ার সদস্যপদ বাতিল করে।

সিরিয়ার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত গোলান হাইট। ১৯৬৭ সালে ইসরাইল গোলান হাইট দখল করে নেয়। ১৯৭৪ সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ United Nations Disengagement Observer Force(UNDOF) প্রতিষ্ঠা করে ও সেখানে একটি Buffer Zone তৈরি করে। বর্তমানে পার্পল লাইনে দ্বারা বিভক্ত গোলান হাইটের কিছু অংশ নিয়ন্ত্রণ করে সিরিয়া ও ইসরাইল।


👉 Read More...👇

Add a Comment