নেদারল্যান্ডস

নেদারল্যান্ডস (Netherlands) কথাটির আক্ষরিক অর্থ হল “নিম্নভূমি”। নেদারল্যান্ডস উত্তর-পশ্চিম ইউরোপের একটি রাষ্ট্র। দেশটিকে অনেক সময় হল্যান্ড (Holland ) নামেও ডাকা হয়, যদিও হল্যান্ড মূলত নেদারল্যান্ডসের একটি ঐতিহাসিক অঙ্গরাজ্যের নাম।

নেদারল্যান্ডস একটি সাংবিধানিক রাজতন্ত্র। এর আইনসভাটি একটি দুই কক্ষবিশিষ্ট সংসদীয় ব্যবস্থা। নেদারল্যান্ডসের রাজা রাষ্ট্রপ্রধান এবং প্রধানমন্ত্রী সরকার প্রধান। হেগ শহরে নেদারল্যান্ডসের দ্বিকাক্ষিক আইনসভা। দেশটির মুদ্রা ইউরো।

নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডাম (Amsterdam)। এর একটি বিখ্যাত শহর হেগ (Hague)। যেখানে- International Court of Justice(ICJ), Organisation for the Prohibition of Chemical Weapons (OPCW) ও আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর অবস্থিত।

Add a Comment