মরক্কো

বিখ্যাত পর্যটক ইবনে বতুতা’র দেশ মরক্কো। মরক্কো ফ্রান্সের একটি উপনিবেশ ছিল।

মরক্কো এর রাজধানী- রাবাত

আফ্রিকা মহাদেশের একমাত্র দেশ যেটি আফ্রিকান ইউনিয়নের সদস্য নয়।

মরক্কো আরবি শব্দ যার অর্থ পশ্চিমের রাজ্য

পৃথিবী প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কারুইন বিশ্ববিদ্যালয় মরক্কো দেশে অবস্থিত।

কাসাব্লাঙ্কা মরক্কো’র একটি বিখ্যাত শহর ও বন্দর।

ফেজ মরক্কো’র একটি প্রাচীন রাজধানী। যা ফেজ টুপির জন্য বিখ্যাত।

মরক্কো(আফ্রিকা মহাদেশের) ও স্পেন(ইউরোপ মহাদেশের)কে পৃথক করেছে-জিব্রাল্টার প্রণালি

Add a Comment