পর্তুগাল

লিসবন পর্তুগালের রাজধানী ও বৃহত্তম শহর।

১৫শ শতকে পর্তুগাল ইউরোপের প্রধান সমুদ্রাভিযান কেন্দ্রে পরিণত হয়। পরবর্তী প্রায় ১০০ বছর পর্তুগিজ নাবিকেরা বিশ্ব ভ্রমণে বেরিয়ে যান এবং বিশ্বের সমুদ্র বাণিজ্য নিয়ন্ত্রণ করেন। এবং এভাবে তাঁরা প্রথম উপনিবেশবাদি বৈশ্বিক সাম্রাজ্য গড়ে তোলে। এজন্য পর্তুগাল কে মহাসমুদ্র অভিযাত্রীর দেশ বলা হয়।

ইউরোপ মহাদেশের সর্ব পশ্চিমের স্থানের নাম কাবো দা রোকা, এটি পর্তুগালে অবস্থিত।

স্পেন ও পর্তুগালের সীমানা চিহ্নিতকরণ রেখার নাম Line of Demarcation

জাতিসংঘের নবম মহাসচিব হল অ্যান্টোনিও গুতেরেস যিনি পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী

পর্তুগিজ নাবিক ভাস্কো দা গাম, বার্থেলমিউ দিয়াস ।

পর্তুগালের সংবাদ সস্থাঃ লুসা

লিসবন টেগাস নদীর তীরে অবস্থিত

Add a Comment