কানাডা

Canada
Canada
কানাডা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র যা উত্তর আমেরিকার উত্তরাঞ্চলের বেশির ভাগ এলাকা জুড়ে আছে।

১৯৮২ সালে জারীকৃত কানাডা অ্যাক্ট অনুসারে, দশটি প্রদেশ এবং তিনটি অঞ্চল নিয়ে গঠিত কানাডা সংসদীয় গণতন্ত্র এবং আইনগত রাজ্যতন্ত্র উভয়ই মেনে চলে। রাষ্ট্রের প্রধান রাণী দ্বিতীয় এলিজাবেথ। কানাডা দ্বিভাষিক (ইংরেজি ও ফরাসি ভাষা দুটোই সরকারি ভাষা) এবং বহুকৃষ্টির দেশ।

কানাডার দক্ষিণে ইউ.এস এর সাথে সীমান্তযুক্ত যা পৃথিবীর যেকোন দুদেশের মাঝে সবথেকে দীর্ঘ সীমান্ত।

কানাডার রাজধানী অটোয়া। এখানে পাঁচটি বৃহৎ মেট্রপলিটন এলাকা টরেন্টো, মনট্রিল, ভ্যানকুভার, ক্যালগারি ও অটোয়া।

Add a Comment