Modem

ইন্টারনেটের মাধ্যমে নেটওয়ার্কে যুক্ত থাকার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ যন্ত্র হলো মডেম। Modulator-এর Mo এবং Demodulator হতে Dem এই অংশ দুটির সমন্বয়ে Modem শব্দটি তৈরি। মডেম তার দ্বারা যুক্ত বা তারবিহীন (wireless) প্রযুক্তিতে ব্যবহৃত হতে পারে।

Banglalion Modem
Banglalion Modem

ইন্টারনেটের মাধ্যমে ডোটা বা উপাত্ত পাঠানোর জন্য এক ধরনের সিগনাল দরকার হয় মডেম এমন একটি নেটয়ার্ক যন্ত্র (Network device), যা প্রথমে সেই সিগনালকে Modulate করে, Transmision বা পরিবহণের উপযোগী করে। পরবর্তীতে Demodulate করার মাধ্যমে আসল ডাটা বা তথ্য উদ্ধার করা হয়।

পূর্বে স্বল্প গতির ডায়াল-আপ মডেম ব্যবহার করা হত। বর্তমানে এর পরিবর্তে দ্রুতগতির কেবল বা DSL (Digital Subscribers Line) ব্যবহার হচ্ছে। এছাড়া বর্তমানে প্রচুর পরিমাণে Wi-Fi (Wireless Fidelity) মডেমও ব্যবহৃত হচ্ছে।

মডেমের স্পিড পরিমাপের একক

  • bits per second (symbol bit/s, sometimes abbreviated “bps”)
  • bytes per second (symbol B/s, sometimes abbreviated “Bps”)

Add a Comment