বাংলাদেশের জলবায়ু

বাংলাদেশের জলবায়ু মোটামুটি উষ্ণ, আর্দ্র ও সমভাবাপন্ন। মৌসুমি জলবায়ুর প্রভাব বেশি বলে বাংলাদেশের জলবায়ুকে ক্রান্তীয় মৌসুমি জলবায়ু বলে (38তম বিসিএস প্রিলিমিনারি) । বাংলাদেশে গ্রীষ্মকালীন সর্বোচ্চ তাপমাত্রা ৩৪° সেলসিয়াস এবং শীতকালীন সর্বনিম্ন ১১° সেলসিয়াস। বাংলাদেশের সর্বনিম্ন বষ্টিপাত রাজশাহীর লালপরে এবং সর্বোচ্চ বৃষ্টিপাত সিলেটের লালখানে পরিলক্ষিত হয়। এদেশের বার্ষিক বৃষ্টিপাতের গড় ২০৩ সেন্টিমিটার। পশ্চিমাংশ অপেক্ষা পূর্বাংশে বৃষ্টিপাতের পরিমান বেশি। বৃষ্টিপাত ও তাপমাত্রার ভিত্তিতে বাংলাদেশকে প্রধানত তিনটি ঋতুতে ভিভক্ত করা যায়। যথা-

(১) গ্রীষ্মকাল,
(২) বর্ষাকাল ও
(৩) শীতকাল

(১) গ্রীষ্মকাল: মার্চ থেকে মে মাস পর্যন্ত বাংলাদেশে গ্রীষ্ককাল। গ্রীষ্মকাল বাংলাদেশের উষ্ণতম ঋতু। গ্রীষ্ককালে। বাংলাদেশের ওপর দিয়ে উষ্ণ ও আর্দ্র দক্ষিণ-পশ্চিম বায়ু এবং পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে শুষ্ক ও শীতল বায়ু প্রবাহিত হয়। এই দুই বায়ুর সংঘর্ষে প্রায়ই ঝড় বৃষ্টি হয়। এই ঝড়কে কালবৈশাখী’ বলে। কালবৈশাখী দেশের প্রচুর ক্ষতিসাধন করে। কালবৈশাখীর বৃষ্টিপাত কৃষিজ দ্রব্য বিশেষ করে পাট ও ধান উৎপাদনে সহায়ক।

(২) বর্ষাকাল: বাংলাদেশে জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত বর্ষাকাল স্থায়ী হয়। বর্ষাকালে বাংলাদেশের ওপর দিয়ে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ভারত মহাসাগর থেকে প্রচুর জলীয়বাষ্প নিয়ে প্রবাহিত হয়। ফলে প্রায় প্রতিদিন বৃষ্টি হয়। এছাড়া জলীয়বাষ্পপূর্ণ বায়ু পর্বতগাত্রে বাধাপ্রাপ্ত হয়ে সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, রাঙামাটি ও বান্দরবানের। পাহাড়িয়া অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। বাংলাদেশের মোট বৃষ্টিপাতের পাঁচ ভাগের চার ভাগই বর্ষাকালে হয়ে থাকে। এসময়ে সর্বনিম্ন বৃষ্টিপাতের পরিমাণ ১১৯ সেন্টিমিটার এবং সর্বোচ্চ বৃষ্টিপাত ৩৪০ সেন্টিমিটার।

(৩) শীতকাল: নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত বাংলাদেশে শীতকাল থাকে। শীতকালে উত্তর-পূর্ব শুষ্ক মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর দিয়ে প্রবাহিত হয় বলে বৃষ্টিপাত হয় না বললেই চলে। বর্ষাকালে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত হয়। ফলে বাংলাদেশের প্রধান ফসল ধান, পাট, আখ, চা প্রচুর পরিমাণে উৎপন্ন হয়। গ্রীষ্মকালীন বৃষ্টিপাতের প্রভাবে আম, কাঁঠাল, জাম, লিচুর ফলনও বৃদ্ধি পায়। শীতকালে উত্তর-পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে বাংলাদেশে সামান্য বৃষ্টিপাত হয়। এই সামান্য বৃষ্টিপাতের ফলে নানা । | প্রকার তেলবীজ, ডাল, গোলআলু, পিয়াজ, রসুন, ধনে প্রভৃতি রবিশস্যের ফলন হয়।


👉 Read More...👇
🡸 🡺

Add a Comment