William Shakespeare ****

William Shakespeare(২৬ এপ্রিল, ১৫৬৪ (40তম বিসিএস প্রিলিমিনারি) – ২৩ এপ্রিল, ১৬১৬) একজন বিখ্যাত নাট্যকার ও অভিনেতা।

তাঁকে ইংল্যাণ্ডের জাতীয় কবি ও ‘বার্ড অব এ্যভন’ (Bird of Avon) বলা হয়।

তিনি প্রায় ৩৮ টি নাটক, ১৫৪ টি সনেট ও তিনটি দীর্ঘ আখ্যানমূলক (Long Narrative Poem) কবিতা রচনা করেন।

তিনি Elizabethan যুগের (1558–1603) কবি, অর্থাৎ ১৬ শতকের।

Lamb’s Tales from Shakespeare – বিশ্ববিখ্যাত ইংরেজি নাট্যকার ও কবি উইলিয়াম শেক্সপিয়ারের নাটকগুলো চার্লস ল্যাম্ব সহজ ভাষায় কিশোরদের উপযোগী করে রূপান্তর করেন।

বিখ্যাত এই নাট্যকারের নাটক গুলো সাধারণত পাঁচ অংকের, ও পদ্যে লিখিত। যেগুলোতে ‘iambic Pentameter’ ছন্দ ব্যবহার করা হয়েছে।
Tragedies of William Shakespeare
Comedies of William Shakespeare
Historical & Narrative works of William Shakespeare
Other Works & Lost Plays of William Shakespeare
Quotes from William Shakespeare

Add a Comment