Thomas Kyd

Thomas Kyd(baptised 6 November 1558; buried 15 August 1594) কে বলা হয় Revenge Tragedy এর জনক। এলিজাবেথ যুগের নাটকের বিকাশে তিনি ছিলেন একজন অগ্রগণ্য নাট্যকার। তাঁর বিখ্যাত ট্রাজেডি নাটক The Spanish Tragedy। তখনকার সময় এ নাটকটি অনেক জনপ্রিয় ছিল। এ নাটকের প্রধান চরিত্র-বেলিম্পেরিয়া।

সে সময়ে অর্থাৎ এলিজাবেথ যুগে Ur-Hamlet নামে একটি নাটক মঞ্চস্থ হত। বর্তমানে তার কোন অনুলিপি না পাওয়ায়, Ur-Hamlet এর নাট্যকার কে, তা জানা যায় না। তবে ধারনা করা হয় থমাস কিড অথবা শেকসপিয়ার হতে পারেন।

Add a Comment