গাজীপুর জেলা

পূর্ব নামঃ জয়দেবপুর

অবস্থানঃ তুরাগ নদীর তীরে

উল্লেখযোগ্য ব্যাক্তিত্বঃ

  • তাজউদ্দীন আহমদ, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী।
  • আহসানউল্লাহ মাস্টার, রাজনীতিবিদ
  • এম জাহিদ হাসান – পদার্থবিদ, ভাইল ফার্মিয়ন কণার আবিষ্কারক।

দর্শনীয় স্থানঃ

  • ভাওয়াল রাজবাড়ী, জয়দেবপুর
  • একডালা দুর্গ, কাপাসিয়া
  • নুহাশ পল্লী
  • জাগ্রত চৌরঙ্গী মুক্তিযুদ্ধের মহান শহীদদের অসামান্য আত্মত্যাগের স্মরণে নির্মিত ভাস্কর্য যা ১৯৭৩ সালে ভাস্কর আবদুর রাজ্জাক নির্মান করেন। মুক্তিযুদ্ধের প্রেরণায় নির্মিত এটিই প্রথম ভাস্কর্য।
  • বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক বা সংক্ষেপে বঙ্গবন্ধু সাফারি পার্ক বাংলাদেশের গাজীপুর জেলায় অবস্থিত একটি সাফারি পার্ক।

উল্লেখযোগ্য প্রতিষ্ঠানঃ

  • BRRI– বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট(Bangladesh Rice Research Institute)
  • BARI– বাংলাদেশ কৃষি গবেষনা ইন্সটিটিউট(Bangladesh Agricultural Research Institute -BARI)
  • বাংলাদেশ সমরাস্ত্র কারখানা
  • বাংলাদেশ সিকিউরিটি প্রিণ্টিং প্রেস (টাকশাল)
  • কিশোর ও কিশোরী সংশোধনী প্রতিষ্ঠান

নদ-নদীঃ পুরাতন ব্রহ্মপুত্র, শীতলক্ষ্যা, তুরাগ, বংশী, বালু, বানার।

অন্যান্য তথ্যঃ

  • ১৯৭১ সালের ১৯ মার্চ মহান মুক্তিযুদ্ধের সূচনা পর্বে গাজীপুরেই সংঘটিত হয় প্রথম সশস্ত্র প্রতিরোধযুদ্ধ।
  • মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সমাবেশ বিশ্ব ইজতেমা টংগীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত হয়।

<- গোপালগঞ্জ
চট্টগ্রাম ->