পিরোজপুর


পিরোজপুর জেলা

বিষয়তথ্য
উল্লেখযোগ্য ব্যাক্তিত্বঃ
  • তফাজ্জল হোসেন মানিক মিয়া-ভান্ডারিয়া-(১৯১১-১৯৬৯)-সাংবাদিকতা ও রাজনীতি বিষয়ে বিখ্যাত-পিটি আই-এর পরিচালক-ইত্তেফাক পত্রিকার প্রতিষ্ঠাতা
  • কবি আহসান হাবীব-শংকরপাশা-(১৯১৭-১৯৮৫)-
  • বেগম মতিয়া চৌধুরী-নাজিরপুর-(১৯৪২-)-রাজনীতি বিষয়ে বিখ্যাত-বর্তমান কৃষি মন্ত্রী-‘দেয়াল দিয়ে ঘেরা’ বই রচনা করেন। আপোষহীন,দৃঢ় চেতনাদীপ্ত নিরহংকার নেত্রী হিসাবে সাধারণ জনগনের নেত্রী হিসেবে পরিচিত।
  • জুয়েল আইচ-পিরোজপুর-যাদু শিল্পী-অসংখ্য আন্তর্জাতিক পুরস্কার-আন্তর্জাতিক যাদুশিল্পী
নদ-নদীঃবলেশ্বরী, কচা, স্বরূপকাঠি ও কালীগঙ্গা; চাতার বিল ও জুজখোলা খাল উল্লেখযোগ্য।
অন্যান্য তথ্যঃ
  • এ জেলার ভান্ডারিয়া উপজেলার সিংখালিতে ১৭৫৭ সালে কৃষক বিদ্রোহ অনুষ্ঠিত হয়।

<- পটুয়াখালী
বরগুনা ->