বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দল

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)
মুক্তিযুদ্ধ-উত্তর স্বাধীন বাংলাদেশে ১৯৭২ সালের ৩১ অক্টোবর জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) প্রতিষ্ঠিত হয়। জাসদ সমাজতান্ত্রিক আদর্শে বিশ্বাসী।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)
ভারত ও পাকিস্তানের কমিউনিস্ট পার্টির ধারায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জন্ম। এদেশে কমিউনিস্ট আন্দোলনের পথিকৃৎ কমরেড মনি সিং (মৃত্যু ১৯৯০) ছিলেন কমিউনিস্ট পার্টির প্রাণপুরুষ।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি
এদেশের বহুধা বিভক্ত চীনপন্থী কমিউনিস্টদের কয়েকটি অংশ মিলিত হয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি গঠন করে। ১৯৮০ সালে এ দলের আত্মপ্রকাশ।

ন্যাশনাল আওয়ামী পার্টি(ন্যাপ)
ন্যাপ প্রতিষ্ঠিত হয় ১৯৫৭ সালের জুলাই মাসে। ন্যাপের প্রথম সভাপতি ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী

বাসদ
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল(বাসদ) ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়। এর বর্তমান সাধারণ সম্পাদক খালেকুজ্জামান।

Add a Comment