জাতীয় পার্টি

জাতীয় পার্টি দেশের তৃতীয় বৃহৎ দল। ১৯৮৬ সালের ১ জানুয়ারি জেনারেল হুসাইন মুহম্মদ এরশাদের নেতৃতে এই দলটি প্রতিষ্ঠিত হয়। জাতীয় পার্টির ঘোষণাপত্রে (১) স্বাধীনতা ও সার্বভৌমত্ব, (২) ইসলামি আদর্শ ও সকল ধর্মের স্বাধীনতা, (৩) বাংলাদেশি জাতীয়তাবাদ, (৪) গণতন্ত্র এবং (৫) সামাজিক প্রগতি তথা অর্থনৈতিক মুক্তি- এই পাঁচটিকে দলের আদর্শ হিসেবে গ্রহণ করা হয়।

Add a Comment